FIFA U-17 Women’s World Cup: মেয়েদের বিশ্বকাপের শুভ সূচনা, আয়োজক ভারতের প্রতিপক্ষ আজ আমেরিকা

মাস দুয়েক পরই কাতার দাপাবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তার আগে ফুটবল জ্বরে ভুগবে এ দেশ। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে খেলার সুযোগ ভারতের সামনে।

FIFA U-17 Women’s World Cup: মেয়েদের বিশ্বকাপের শুভ সূচনা, আয়োজক ভারতের প্রতিপক্ষ আজ আমেরিকা
Image Credit source: Twitter

| Edited By: তিথিমালা মাজী

Oct 11, 2022 | 7:00 AM

ভুবনেশ্বর: দেশের মাটিতে ফের একবার যুব ফুটবল বিশ্বকাপের আসর। ২০১৭ সালে প্রথমবার ভারতে বসেছিল অনূর্ধ্ব-১৭ ছেলেদের বিশ্বকাপ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল একাধিক ম্যাচ। বছর পাঁচেক পর ফের একটা যুব বিশ্বকাপ। এবার পালা মেয়েদের। আজ, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ (U17 Womens World Cup 2022)। মাস দুয়েক পরই কাতার দাপাবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। তার আগে ফুটবল জ্বরে ভুগবে এ দেশ। আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ হচ্ছে দেশের মেয়েদের (Indian Football)। বিশ্বকাপের প্রথমদিন রয়েছে চারটি ম্যাচ। আয়োজক ভারতের প্রতিপক্ষ আমেরিকা। মঞ্চটা বড় হলেও দেশের মেয়েরা আত্মবিশ্বাসী। ভারতের বিরুদ্ধে স্কোর করা সহজ হবে না। বিশ্বকাপ শুরুর আগের দিন রাতে আমেরিকাকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন অনূর্ধ্ব ১৭ মেয়েদের টিমের কোচ থমাস ডেনার্বি (Dennerby)

২০১৭ সালের বিশ্বকাপ আয়োজনে ফিফার ভূয়সী প্রশংসা পেয়েছিল ভারত। সেই সাফল্যকে মাথায় রেখে ২০১৯ সালে দ্বিতীয়বার ভারতকে ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেয় বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশ্বকাপ। কিন্তু কোভিড-১৯ সব পরিকল্পনায় জল ঢেলে দেয়। পিছিয়ে যায় বিশ্বকাপ। স্থগিত হয়ে যাওয়া মেয়েদের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালে। নানা কারণে সেবছর বিশ্বকাপের বল গড়ায়নি। ২০২০ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ বাতিল করে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ভারতকে। সেইমতো নয়া উদ্যোমে বিশ্বকাপ আয়োজনে কোমর বেঁধে নেমে পড়ে ভারতীয় ফুটবল ফেডারেশন। তাতেও আসে বাধা। ভারতীয় ফুটবলের উপর বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হয় যেদিন ফিফার তরফে নির্বাসনের চিঠি আসে। অথৈ জলে পড়ে যায় অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপের আয়োজন। কয়েক সপ্তাহের মধ্যে নির্বাসন ওঠায় হাঁফ ছেড়ে বাঁচে ফুটবল জগত। করোনা, নির্বাসনের খাঁড়া পেরিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ।

বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আরও একটি যে সমস্যার প্রকট হয়েছিল তা হল দলের মেয়েদের বয়স। বয়সভিত্তিক এই বিশ্বকাপ টিমে এমন অনেক ফুটবলার ছিল যারা ১৬ বা ১৭ ছুঁইছুঁই। এই দু’বছরে তাদের বয়স বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকজন ফুটবলারকে বাদ দিয়ে আবার নতুনভাবে দল গড়তে হয়েছে কোচ থমাস ডেনার্বিকে। তারপর ঘষেমেজে বিশ্বকাপের জন্য মেয়েদের তৈরি করেছেন। কিছুদিন আগেই স্পেন সফরে গিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ মেয়েদের দল। বিশ্বকাপের প্রস্তুতির জন্যই এই সফর। স্পেন সফর ছাড়াও, ইতালি এবং নরওয়ে গিয়ে শক্তিশালী টিমের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে ভারত।

বিশ্বকাপের গ্রুপ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রাজিল এবং মরক্কোর বিরুদ্ধেও খেলবে ভারত। এ দেশের মেয়েরাও যে ফুটবল খেলতে পারে তা দেখবে সারা বিশ্ব। প্রস্তুতি নিয়ে কোচ বেজায় সন্তুষ্ট। এখন প্রয়োজন শুধু পরিকল্পনা মাফিক এগোনোর। এই বিশ্বকাপে একদম শূন্য থেকে শুরু করবে দেশের ছোটরা। চাপমুক্ত হয়ে আত্মবিশ্বাস নিয়ে খেলার পরামর্শ দিচ্ছেন থমাস ডেনার্বি। কোচের পরামর্শ মেনে অষ্টম ওঁরাওরা দেশবাসীর কতটা প্রত্যাশা পূরণ করতে পারে সেদিকেই থাকবে নজর।