
শেষ ল্যাপে ফিফা ২০২৩ মেয়েদের বিশ্বকাপ। আজ শুরু সেমি ফাইনালের লড়াই। ফাইনালে কোন দু-দল জায়গা করে নেবে, প্রথম দল জানা যাবে ভারতীয় সময় সন্ধের আগেই। এ বারের বিশ্বকাপের যুগ্ম আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ৩২ দলের টুর্নামেন্টে লড়াইয়ে আপাতত চারটি দেশ। সেমি ফাইনালে উঠেছে স্পেন, সুইডেন, ইংল্যান্ড এবং অন্যতম আয়োজক অস্ট্রেলিয়া। কোন পথে সেমি ফাইনালে, শেষ চারে কে কার মুখোমুখি, কোথায় এবং কোন সময় দেখা যাবে সেমি ফাইনালের ম্যাচ, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম সেমি ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে স্পেন ও সুইডেন। ভারতীয় সময় দুপুর ১.৩০-এ ম্যাচ। স্পেন ও সুইডেন ম্যাচটি হবে অকল্য়ান্ডের ইডেন পার্কে। টুর্নামেন্টে নিজেদের প্রথম দু-ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করেছিল স্পেন। যদিও গ্রুপে শেষ ম্যাচে জাপানের কাছে ০-৪ ব্যবধানে হার। শেষ ষোলোয় সুইৎজারল্য়ান্ডকে হারায় স্পেন। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী নেদারল্য়ান্ডস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক্সট্রা টাইমে পরিবর্ত প্লেয়ার সালমা পারাউয়েলোর গোলে শেষ চার নিশ্চিত করে স্পেন।
শেষ চারে স্পেনের প্রতিপক্ষ সুইডেন অনবদ্য ছন্দে। এ বারের টুর্নামেন্টে পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল খেয়েছে সুইডেন। তাদের ডিফেন্স ভাঙা সহজ নয়। শেষ ষোলোয় টাইব্রেকারে গত বারের চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রকে বিদায় করে দিয়েছে সুইডেন। যদিও কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে ২-১’র কষ্টার্জিত জয়। জাপান পেনাল্টি মিস না করলে আরও সমস্যায় পড়তে পারত সুইডেন। স্পেন শিবিরে নজর থাকবে টানা দু-বার ব্য়ালন ডি’র জয়ী বার্সেলোনা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুতেয়ার দিকে। সুইডেনের ডিফেন্স ভাঙতে স্পেনের গুরুত্বপূর্ণ অস্ত্র অ্যালেক্সিয়া।
স্পেন বনাম সুইডেন, দুপুর ১.৩০, ডিডি স্পোর্টস, স্টার স্পোর্টস, হটস্টার, ফ্যান কোড ও জিও টিভিতে সম্প্রচার