
দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ঘটনাবহুল ও অঘটনের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এ বার পালা নকআউটের। ষোলোটি দল পা রেখেছে নকআউটে। গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি ম্যাচ বুঝিয়ে দিয়েছে আরও কতটা উপভোগ্য হতে চলেছে কাতার বিশ্বকাপ। শনিবার থেকে শুরু হয়ে গেল নকআউটের লড়াই। কোন দল কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত। যেখানে পা হড়কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক। শনিবাসরীয় শেষ ষোলোর প্রথম ম্যাচ খেলা ছিল নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ৩-১ গোলে ম্যাচ শেষ ষোলোয় মার্কিন চ্যালেঞ্জ টপকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ডাচ ডিলাইট। ৩-১ গোলে জিতল নেদারল্যান্ডস। সাহসী পারফরম্যান্স করেও শেষ ষোলো থেকেই বিদায় নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আরও ৪ বছরের অপেক্ষা।
ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান বাড়াল নেদারল্যান্ডস। গোল করেন ডেঞ্জেল ডামফ্রিজ। যুক্তরাষ্ট্রের ম্যাচের ফেরা অসম্ভব মনে হচ্ছে। নেদারল্যান্ডস ৩-১ মার্কিন যুক্তরাষ্ট্র।
হাজি রাইটসের গোলে ব্যবধান কমাল মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচে ফেরার ইঙ্গিত পুলিসিচদের।
ম্যাচের ৭০ মিনিট অতিক্রান্ত। ম্যাচে ফিরতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ স্টেজের মার্কিনিদের দাপট নকআউটে দেখা যাচ্ছে না। গোলের সুযোগ তৈরি করলেও কাঙ্খিত গোল আসেনি। আরও কিছুক্ষণ এভাবে খেলা চালিয়ে গেলে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে চলে যাবে নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধের ছবিটা বদলাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র? শুরু দ্বিতীয়ার্ধের খেলা। শুরু থেকেই মার্কিন ডিফেন্সকে চাপে রাখার চেষ্টায় ডাচরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে গেল নেদারল্যান্ডস। ম্যাচে ফিরতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র?
⏸ The Netherlands are ahead at the break!#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022
প্রথমার্ধের সংযুক্তি সময়ে নেদারল্যান্ডসের ব্য়বধান দ্বিগুণ করলেন ডালে ব্লিন্ড।
৩০ মিনিটের খেলা শেষ। নেদারল্যান্ডস এগিয়ে ১-০ গোলে। ম্যাচের প্রথম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দাপট বজায় থাকলেও গোল পেতেই উজ্জ্বীবিত হয়ে ওঠে ডাচরা। যদিও বল পজেশনে এগিয়ে মার্কিনীরা।
ম্যাচের ১০ মিনিটেই মেম্ফিস ডিপাইয়ের গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস।
শুরু হয়ে গেল নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ।
কিছুক্ষণের মধ্যেই শুরু ২০২২ ফিফা বিশ্বকাপের প্রথম নকআউটের ম্যাচ।
Our first knockout game begins in an hour! ?#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022
মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নেদারল্যান্ডসের প্রথম একাদশ…
???? ????. ??
Ready for a clash against @USMNT! ?#WorldCup #NEDUSA pic.twitter.com/06QDlWszn6
— OnsOranje (@OnsOranje) December 3, 2022
শেষ ষোলোর ম্যাচে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম একাদশ দেখে নিন…
Our Knockout Round XI. ??
Full Lineup Notes » https://t.co/GE3KE3AbyY#USMNT x @Visa pic.twitter.com/QkEbdOenVS
— U.S. Men’s National Soccer Team (@USMNT) December 3, 2022
TV9Bangla-র লাইভ ব্লগে স্বাগত। আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। এখন আর কোনও ভুলের জায়গা নেই। হারলে বিদায়। শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।