দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ঘটনাবহুল ও অঘটনের প্রথম রাউন্ড শেষ হয়েছে। এ বার পালা নকআউটের। ষোলোটি দল পা রেখেছে নকআউটে। গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি ম্যাচ বুঝিয়ে দিয়েছে আরও কতটা উপভোগ্য হতে চলেছে কাতার বিশ্বকাপ। শনিবার শুরু হচ্ছে নকআউটের লড়াই। কোন দল কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত। যেখানে পা হড়কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক। শনিবাসরীয় শেষ ষোলোর প্রথম ম্যাচ খেলা হবে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচ শুরু রাত ৮.৩০ নাগাদ। শনিবার মধ্যরাতে শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপ সংক্রান্ত সবরকম আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার এই লাইভ পেজে।
ফিরে দেখা গ্রুপ পর্বের সেরা গোলগুলি। ব্রাজিলের রিচার্লিসনের বাইসাইকেল কিকে গোল চোখে লেগে রয়েছে ফুটবলপ্রেমীদের।
? Framing some incredible goals from #Qatar2022
Which one is your favourite? ? #FIFAWorldCup pic.twitter.com/UjQzkw2gn5
— FIFA World Cup (@FIFAWorldCup) December 3, 2022
হাল না ছাড়া মনোভাবেই এল সাফল্য। পর্তুগালকে হারিয়ে চমকে দিল দক্ষিণ কোরিয়া। রোনাল্ডোদের চমকে দিয়ে নকআউটে তাদেরই সঙ্গী হিউং মিন সনরা।
Never. Stop. Believing. ??#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
কারও স্বপ্নের উড়ান, কারও চোখে জল। বিতর্ক, অঘটনের ঘনঘটা, ‘ভার’-এর দাপট, হাসি-কান্নায় শেষ কাতার বিশ্বকাপের রুদ্ধশ্বাস গ্রুপ পর্ব।
A wild and memorable ending to the Group Stage!
See matchday thirteen in 60 seconds ⏲️#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/p3bYGpLa0U
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022
শুক্রবার রাতে ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচের ঝলক।
বিস্তারিত পড়ুন: নজির গড়ে বিদায় ক্যামেরুনের, হেরে নকআউটে ব্রাজিল, জিতল সুইৎজারল্যান্ড
?? Cameroon v ?? Brazil did not let us down with the drama ?
See highlights on FIFA+
— FIFA World Cup (@FIFAWorldCup) December 2, 2022