দোহা: ৪ বছর আগের রাশিয়া বিশ্বকাপে উল্কার গতিতে উত্থান ঘটেছিল এক ১৯ বছরের তরুণের। কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্ন ভেঙে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ৪ বছর পর, ফাইনালে ফের গোল করলেন এমবাপে। হ্যাটট্রিক করলেন। কিন্তু, তাও কাপ জেতা হল না। এমবাপের হ্যাটট্রিকের পরও, জিতে গেলেন মেসিই। তবে, বিশ্বকাপ ফুটবল যতদিন থাকবে, ২০২২ সালের বিশ্বকাপের (FIFA World Cup 2022) ফাইনালে এমবাপের পারফরম্যান্স নিয়ে চর্চা চলবে। এক ঝলকে এমবাপের কীর্তি TV9Bangla-র এই প্রতিবেদনে।
১৯৬৬ সালে জিওফ হার্স্ট হ্যাটট্রিক করেছিলেন। বিতর্কিত ফাইনাল ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। তারপর থেকে আর কেউ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করতে পারেনি। ৫৬ বছর পর সেই কীর্তি স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। শুধু তাই নয়, মোট ৮টি গোল করে সোনার বুটও জিতলেন তিনি। একই সঙ্গে সবথেকে কম বয়সে বিশ্বকাপে ১০ গোল করার রেকর্ডও গড়লেন এমবাপে। এর আগে জার্মানির গার্ড মুলার ২৪ বছর ২২৬ দিনে ১০ গোল করেছিলেন। এমবাপে ১০ গোল পেলেন ২৩ বছর ৩৬৩ দিনে।
এ দিন ম্যাচের শুরু থেকে খেলার নিয়ন্ত্রণ নিয়েছিল আর্জেন্টিনা। মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এমবাপেকে। ম্যাচের ২৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। ৩৬ মিনিটে ব্যবধান বাড়িয়েছিলেন অ্যাঞ্জেল দি মারিয়া। ০-২ ফলে ফ্রান্স পিছিয়ে ছিল ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত। কিন্তু, এরপরই উঠেছিল ৯৭ সেকেন্ডের এক ফরাসী ঝড়, বা বলা ভাল এমবাপে ঝড়। ৮০ এবং ৮১ মিনিটে পরপর দুই গোল করে ম্য়াচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এমবাপে। প্রথম গোলটি এসেছিল পেনাল্টি থেকে। সেই গোলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের আরেকটি দুর্দান্ত ভলিতে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন তিনি।
এরপর, অতিরিক্ত সময়ের খেলাতেও আরও দুটি গোল হয়। ১০৮ মিনিটে মেসির করা গোলের প্রত্যুত্তর, ১১৮ মিনিটে দিয়েছিলেন এমবাপে। এই গোলটিও আসে পেনাল্টি থেকে। তবে হ্যাটট্রিক করেও কাপ জেতা হল না তাঁর।