FIFA Football Awards 2022: ফিফার বর্ষসেরা কোচ কে? দেখে নিন সংক্ষিপ্ত তালিকা…

The Best FIFA Football Awards 2022: এদের মধ্যে তুলনামূলক 'নতুন' হলেও এ বার পাল্লা ভারী তৃতীয় নাম লিওনেল স্কালোনির। কাতার বিশ্বকাপে তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

FIFA Football Awards 2022: ফিফার বর্ষসেরা কোচ কে? দেখে নিন সংক্ষিপ্ত তালিকা...
Image Credit source: FIFA

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 10, 2023 | 12:06 AM

জুরিখ : ফিফার বর্ষসেরা কোচ কে হবেন! এর আগে একটি পূর্ণ তালিকা প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এ বার পুরুষ ও মহিলা ফুটবলে সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল ফিফা। সংক্ষিপ্ত তিনের মধ্যে থেকে পুরুষ ও মহিলা ক্য়াটেগরিতে একজন করে সেরা কোচের পুরস্কার জিতে নেবেন। আগামী ২৭ ফেব্রুয়ারি ফিফার তরফে এই পুরস্কার দেওয়া হবে। প্যারিসে জমকালো অনুষ্ঠানে হাজির থাকবেন বিশ্ব ফুটবলের বহু তারকাই। আরও অনেক ক্য়াটেগরিতেই পুরস্কার দেওয়া হবে সেখানে। আপাতত সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ই-মেলে সেই তালিকা এসেছে TV9Bangla-র কাছেও।

পুরুষ ও মহিলা ক্য়াটেগরিতে সেরা ফুটবলার কারা হবেন, তার সংক্ষিপ্ত তালিকা পাঠানো হবে ১০ ফেব্রুয়ারি। সেরা কোচের যে তালিকা পাঠানো হয়েছে, মহিলা ক্য়াটেগরিতে রয়েছেন, সোনিয়া বম্পাস্তোর, পিয়া সুন্ধাগে এবং সারিনা উইম্য়ানের নাম। সোনিয়া ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়োনেসের কোচ। বাকি দু-জনই জাতীয় দলের কোচ। পিয়া সুন্ধাগে ব্রাজিল মহিলা ফুটবল দলের এবং সারিনা ইংল্য়ান্ড ফুটবল দলের কোচ।

পুরুষদের ক্য়াটেগরিতে হেভিওয়েট লড়াই। অতি পরিচিত মুখ। রয়েছেন কার্লো আন্সেলোত্তি, পেপ গুয়ার্দিওলা এবং লিওনেল স্কালোনি। কার্লো আন্সেলোত্তি স্প্য়ানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ। এরপরই রয়েছে পেপ গুয়ার্দিওলার নাম। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্য়াঞ্চেস্টার সিটির কোচ তিনি। এদের মধ্যে তুলনামূলক ‘নতুন’ হলেও এ বার পাল্লা ভারী তৃতীয় নাম লিওনেল স্কালোনির। কাতার বিশ্বকাপে তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ১৯৮৬-র পর ফের বিশ্ব জয়ের স্বাদ পেয়েছে মারাদোনা, মেসির দেশ। শেষ অবধি কার হাতে উঠবে সেরার পুরস্কার, তার জন্য অপেক্ষা আরও কিছুদিনের।