জেনেভা: ফিফার বর্ষসেরার তালিকায় প্রত্যাশিত ভাবেই রয়েছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। তাঁর কেরিয়ারে একটাই অপ্রাপ্তি ছিল। বিশ্বকাপের ট্রফি। অবশেষে কাতারে সেই অপ্রাপ্তি পূর্ণ হয়েছে। লিও মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ইউরোপিয়ান ফুটবল ছেড়ে মেসি এখন মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে খেলছেন। মার্কিন ফুটবলেও নজর কাড়ছেন মেসি। আরও এক বার ফিফার বর্ষসেরার তালিকায়ও মনোনিত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। তবে তালিকায় নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারদের দৌড়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপেরা। সাত বার ব্যালন ডি’অর জয়ী লিও মেসি প্রত্যাশিত ভাবেই তালিকায়। তাঁকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারেন আর্লিং হালান্ড। গত মরসুমে ত্রি-মুকুট জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ। মরসুমে ৫২টি গোল করেছেন হালান্ড।
২০১৬ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরপর দু-বার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো ২০২০ থেকে সেরা তিনে জায়গা করে নিতে পারেননি। এ বার দশজনের তালিকাতেও নেই।
🏆 The Best FIFA Women’s Player
🏆 The Best FIFA Men’s Player
🏆 The Best FIFA Women’s Coach
🏆 The Best FIFA Men’s Coach
🏆 The Best FIFA Women’s Goalkeeper
🏆 The Best FIFA Men’s Goalkeeper
🏆 The FIFA Fan AwardVoting is now open for #TheBest 2023! 🗳
— FIFA (@FIFAcom) September 14, 2023
মেয়েদের ফুটবলে তালিকায় রয়েছেন স্পেনের বিশ্বজয়ী স্ট্রাইকার জেনি হার্মোসো। কলম্বিয়ার তরুণী লিন্ডা কাইসাদো, অস্ট্রেলিয়ার স্যাম কের এবং অন্যান্যরা। আকর্ষণে জেনি। কিছুদিন আগেই মেয়েদের বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার বিতরণে তাঁকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালসের বিরুদ্ধে। ফিফা প্রাথমিক ভাবে নির্বাসিত করেছে লুইসকে। জেলও হতে পারে।