
কলকাতা: নতুন মরসুমের জন্য জোরকদমে দলগঠনের প্রক্রিয়া চলছে। পিছিয়ে নেই কলকাতার তিন প্রধানও। সামনের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র মূলপর্বে খেলবে মোহনবাগান। সেই মতো দল গঠনেও জোর দিচ্ছে বাগান টিম ম্যানেজমেন্ট। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসকে রেখে দিচ্ছে বাগান। বাকি চার বিদেশি হেক্টর ইউস্তে, ব্রেন্ডন হ্যামিল, জনি কাউকো, আর্মান্দো সাদিকুকে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান। তবে শক্তিশালী দল গঠনের জন্য ভালো মানের বিদেশি ফুটবলার রিক্রুট করতে তৎপর মোহনবাগান। অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন একপ্রকার পাকা সবুজ-মেরুনে। বাকি বিদেশি বাছাইয়ে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে বাগান টিম ম্যানেজমেন্ট।
সামনের মাসেই শুরু হচ্ছে ইউরো কাপ। সূত্রের খবর, সেই ইউরো কাপেই নজর রাখছে বাগান থিঙ্ক ট্যাঙ্ক। এর আগেও ইউরো কাপে খেলা জনি কাউকো, আর্মান্দো সাদিকুকে নিয়ে এসেছে সবুজ-মেরুন। এবারও গঙ্গাপারের ক্লাবে ইউরো কাপার দেখা গেলে অবাক হওয়ার নেই। তাই বিদেশি চয়ণে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে মোহনবাগান।
এদিকে সামনের বছর কোচের হটসিটে কাকে দেখা যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, হাবাস নিজে চাইছেন ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে থাকতে। সেক্ষেত্রে হাবাসের পছন্দের কাউকে কোচের সিটে দেখা যেতে পারে। যদিও এ বিষয় নিয়ে স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বাগান টিম ম্যানেজমেন্ট।