Manisha Kalyan: চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন দেশের মেয়ে, ইতিহাসে পঞ্জাবের মনীষা
চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন ভারতের মেয়ে! ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে যোগ দেবেন পঞ্জাবের মেয়ে মনীষা কল্যাণ। শুনে অবাক হচ্ছেন তো? দেশের বড় বড় ফুটবল ব্যক্তিত্বরা যা পারেননি, তারই অপেক্ষায় মনীষা।
![Manisha Kalyan: চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন দেশের মেয়ে, ইতিহাসে পঞ্জাবের মনীষা Manisha Kalyan: চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন দেশের মেয়ে, ইতিহাসে পঞ্জাবের মনীষা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/07/footballer-Manisha-Kalyan-joins-Cyprus-Apollon-Ladies-club-to-become-first-Indian-to-play-in-Champions-League.jpg?w=1280)
নয়াদিল্লি: মনীষা কল্যাণ। পঞ্জাবের ২০ বছরের এই মহিলা ফুটবলারকে নিয়ে হঠাৎই দেশে হইচই। সদ্য সাইপ্রাসের ক্লাব অ্যাপোলোন লেডিস এফসি-তে যোগ দিয়েছেন মনীষা (Manisha Kalyan)। কিন্তু এমনটা তো প্রথম নয়। এর আগেও বিদেশি ক্লাবের হয়ে খেলেছেন ভারতের মহিলা ফুটবলাররা। স্কটল্যান্ড রেঞ্জার্সের হয়ে বালা দেবী, মালয়েশিয়ান ক্লাবের হয়ে খেলেছেন বেমবেম দেবী। সুনীল ছেত্রী, সুব্রত পাল রয়েছেন। কিন্তু মনীষা তাঁদের থেকে একটি ক্ষেত্রে আলাদা। অ্যাপোলোন লেডিস এফসি-র হয়ে খুব তাড়াতাড়ি ওমেনস চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবেন তিনি। ফুটবলে ইউরোপ সেরা ক্লাব হওয়ার লড়াইয়ে এর আগে কোনও ভারতীয়কে দেখা যায়নি। এদিক থেকে ইতিহাস গড়তে চলেছেন মনীষা। ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে উয়েফা ওমেনস চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Women’s Champions League) খেলবেন তিনি।
ইউপিয়ান ফুটবলের বড় ফ্যানবেস রয়েছে ভারতে। রাত জেগে বিদেশি ফুটবল লিগের ম্যাচ দেখা, সংবাদপত্রের পাতা উল্টে বিদেশি ফুটবলের খবরটা গোগ্রাসে গেলার মতো অনুরাগীদের অভাব নেই এদেশে। কিন্তু একজন ভারতীয় ফুটবলারের ইউরোপিয়ান লিগে অংশ নেওয়াটা অনেক দূরের স্বপ্ন। কয়েক বছর হল সেই চিত্রটা পাল্টে গিয়েছে। উয়েফা ইউরোপা লিগে খেলা প্রথম ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। গুরপ্রীতের এই রেকর্ডের পর মহিলাদের মধ্যে নজির গড়ার দোরগোড়ায় মনীষা।
কে এই মনীষা কল্যাণ?
২০ বছরের মনীষা তিনবছর ধরে গোকুলাম কেরালা এফসি-র হয়ে খেলেছেন। ডাংমেই গ্রেসের পর গোকুলামের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিদেশি ক্লাবে পাড়ি দিলেন মনীষা। প্রথমবার লাইমলাইটে আসা দক্ষিণ আফ্রিকায় ব্রিকস কাপে অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা দলের নেতৃত্ব করতে গিয়ে। ২০২০ সালে এআইএফএফ-এর তরফে এমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পান। লেফট উইং ফরোয়ার্ডে খেলা মনীষা গোকুলামের হয়ে দু’বার ওমেনস লিগ জিতেছেন। এএফসি ওমেনস এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করা দেশের প্রথম ফুটবলার তিনি। ২০১৯ সালে হংকংয়ের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে ডেবিউ করেন। এখানেই শেষ নয়। ব্রাজিলের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক গোল করার নজিরও রয়েছে মনীষা কল্যাণের। ক্লাব এবং দেশের হয়ে ৫১টি ম্যাচে রয়েছে ৩০টি গোল।
Thank you, Manisha!
After 3️⃣ illustrious years as a Malabarian and winning two IWL titles with us, Manisha has signed a two-year deal with Cypriot Champion Club Apollon Ladies ? She is all set to become the first Indian to play in the UEFA Women’s Champions League this season. pic.twitter.com/yLOuEiIsok
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 3, 2022
আগামী ১৮ অগস্ট সাইপ্রাস অ্যাপোলোন লেডিস ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডের প্রথম রাউন্ডে খেলতে নামবে। সেই ম্যাচে মনীষার নতুন ক্লাবের প্রতিপক্ষ রিগা এফএস। সেদিন পায়ে পায়ে ইতিহাস গড়ে ফেলবেন ভারতের মেয়ে।