সাও পাওলো: মাসখানেক আগেই এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নেইমারের (Neymar) বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি (Bruna Biancardi)। এ বার সাও পাওলোতে নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে ৩ সশস্ত্র দুষ্কৃতী হামলা করল। নেইমারের বান্ধবী ব্রুনা ও তাঁদের সদ্যোজাত মেয়েকে অপহরণের চেষ্টা করল সেই দুষ্কৃতীরা। অবশ্য ঘটনার সময় বাড়িতে ছিলেন না নেইমারের বান্ধবী ও মেয়ে। যে কারণে ব্রুনার বাড়িতে হল বড়সড় ডাকাতি। অভিযুক্ত দুষ্কৃতীরা ব্রুনার বাবা এবং মায়ের হাত-পা বেঁধে দিয়েছিলেন। অবশ্য তাঁদের কোনও ক্ষতি করেনি দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্রাজিল (Brazil) পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
স্কাই নিউজের রিপোর্ট অনুযায়ী, সাও পাওলোতে নেইমারের বান্ধবী ব্রুনার বাড়িতে হামলা চালায় ৩ সশস্ত্র দুষ্কৃতী। ঘটনাচক্রে যেহেতু হামলার সময় বাড়িতে ছিলেন না নেইমারের মডেল ও ইনফ্লুয়েন্সার বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং তাঁদের সদ্যোজাত মেয়ে মাভি। নেইমারের বান্ধবী ও মেয়েকে না পেয়ে দুষ্কৃতীরা ব্রুনার বাড়িতে লুটপাট করে। সেই সময়ই দুষ্কৃতীরা ব্রুনার মা-বাবাকে বেঁধে দেয়। অবশ্য তাঁদের কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা।
ব্রুনার পড়শিরা কিছু একটা গোলমাল হচ্ছে তাঁদের বাড়িতে আন্দাজ করেই মিউনিসিপাল সিভিল গার্ডকে খবর দেয়। এই ঘটনায় ২০ বছর বয়সী একজন দুষ্কৃতীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। সেই ব্যক্তি আবার ব্রুনার বাড়ির কাছেই থাকতেন বলে জানা গিয়েছে। অভিযুক্ত বাকি দু’জনকে ধরার চেষ্টা চালাচ্ছে ব্রাজিল পুলিশ। তাদের মধ্যে একজনকে চিহ্নিত করেছে পুলিশ। দ্রুত দুষ্কৃতীরা ব্রুনার বাড়ি থেকে ঘড়ি, গহনা এবং বেশ কিছু ব্যাগ নিয়ে পালিয়েছে।
চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন নেইমার। তার মাঝে নেইমারের বান্ধবী ও তাঁদের সদ্যোজাত কন্যাকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এই খবরে ফুটবল মহলে শোরগোল পড়ে গিয়েছে। নেইমার ও তাঁর বান্ধবী ব্রুনা পুরো বিষয়টি ইন্সটাগ্রাম স্টোরিতে জানিয়েছেন।