AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FRA vs MOR Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল ম্যাচ

France vs Morocco Live Streaming, Fifa World Cup 2022: ২০২২ ফিফা বিশ্বকাপে সেমিফাইনালের মহাযুদ্ধ। মুখোমুখি ফ্রান্স ও মরক্কো।

FRA vs MOR Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো সেমিফাইনাল ম্যাচ
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 5:35 PM
Share

দোহা: দেখতে দেখতে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে ২০২২ কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022)। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে সেমিফাইনালের লড়াই। ১৮ ডিসেম্বর ‘ব্যাটেল অব লুসেইল’-এ দেখা যাবে কোন দুটি টিমকে তা নির্ধারিত হয়ে যাবে শীঘ্রই। শেষ চারে পা দলগুলি হল ফ্রান্স, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া এবং মরক্কো। প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। ক্রোটদের ৩-০ হারিয়ে ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনাল হবে ফ্রান্স (France) ও মরক্কোর (Morocco) মধ্যে। রাশিয়া বিশ্বকাপ থেকে খেতাব ঘরে নিয়ে গিয়েছিল ফ্রান্স। চার বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ ফরাসিদের সামনে। প্রতিপক্ষ প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনাল পা রাখা দল মরক্কো।

চোট আঘাত চোখ রাঙালেও কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা বাধা হয়নি ফ্রান্সের কাছে। সেমিফাইনালের প্রতিপক্ষ আন্ডারডগ হিসেবে কাতারে পা দিলেও অগ্রাহ্য করার মতো ভুল করবে না দিদিয়ের দেশঁর দল। গ্রুপ স্টেজে তিউনিশিয়ার বিরুদ্ধে হার সেই শিক্ষা দিয়েছে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে দিকে এক পা বাড়িয়ে রেখেছে ফ্রান্স। কিলিয়ান এমবাপেদের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়ে নতুন ইতিহাস গড়তে তৈরি আশরাফ হাকিমিরাও। কোথায়, কীভাবে দেখবেন এই ম্যাচ? হদিশ দিল টিভি৯ বাংলা

এ বারের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি কবে হবে?

এ বারের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি রয়েছে বুধবার মধ্যরাত ( ১৫ ডিসেম্বর)।

কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি কোথায় হবে?

কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি লুসেইল স্টেডিয়ামে হবে।

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।

কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম মরক্কো ম্যাচটির লাইভ স্ট্রিমিং?