Cristiano Ronaldo: ছন্দ নেই, রাগ আছে! সৌদি লিগে নতুন বিতর্কে রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 10, 2023 | 2:30 PM

Al-Nassr: সৌদি লিগ টেবলের শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। আল নাসের প্রবল চেষ্টা চালাচ্ছে, যাতে ইত্তিহাদকে টপকানো যায়। কিন্তু এখনও তা সম্ভব হয়নি।

Cristiano Ronaldo: ছন্দ নেই, রাগ আছে! সৌদি লিগে নতুন বিতর্কে রোনাল্ডো
Cristiano Ronaldo: ছন্দ নেই, রাগ আছে! সৌদি লিগে নতুন বিতর্কে রোনাল্ডো
Image Credit source: Twitter

Follow Us

রিয়াধ: অ্যালবার্ট পিন্টো কো গুসসা কিয়ুঁ আতা হ্যায়? সেই হিন্দি সিনেমার নামটাই যেন সৌদি ফুটবলে ঘুরে ফিরে বেড়াচ্ছে! শুধু একটু বদলে নিয়ে— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কো গুসসা কিয়ুঁ আতা হ্যায়? আটত্রিশে মাঠে ফুল ছড়াচ্ছেন তিনি। দেশ হোক আর ক্লাব, গোলের খিদে আজও বহাল। কিন্তু টিম জয় না পেলে, তিনি গোল না পেলেই রেগে আগুন। বয়স যত বাড়ছে, ততই যেন রাগ বাড়ছে সিআর সেভেনের। এর আগেও ঝামেলায় জড়িয়েছেন বহুবার। আর একবার রোনাল্ডো বিতর্কে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির ক্লাবে যোগ দিয়েছেন এই মরসুমেই। নতুন ক্লাবে খেলার জন্য বিপুল অর্থ যেমন নিয়েছেন, তেমনই আল নাসেরের হয়ে বেশ সফলও। প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন। কিন্তু তারকাসুলভ উগ্র মেজাজটা যে নিয়ন্ত্রণ করতে পারেন না। রোনাল্ডো (Cristiano Ronaldo) যেন বলতে চান, মেজাজটাই তো আসল রাজা! মেজাজি রোনাল্ডো যে বিতর্কে ডেকে আনবেন, তাতে আর আশ্চর্য কী! নতুন কোচ বিতর্কে জড়ালেন পর্তুগিজ সুপারস্টার? তুলে ধরল TV9 Bangla

সৌদি লিগে আল ফিহার সঙ্গে খেলা ছিল রবিবার রাতে। আল নাসের যে ম্যাচে আটকে গিয়েছে। রোনাল্ডোর মতো তারকা উল্টো দিকে। যে কারণে ডিফেন্সিভ মোডেই পুরো ম্যাচটা খেলেছে প্রতিপক্ষ টিম। বহু চেষ্টা করেও আল ফিহার গোলমুখ খুলতে পারেননি রোনাল্ডো বা তাঁর টিমমেটরা। ৭ মিনিটের স্টপেজ টাইমেও বদলায়নি পরিস্থিতি। শেষ পর্যন্ত গোলশূন্য শেষ হয় ম্যাচ। আর তার পরই আগুন-বর্ষণ করেছেন সিআর সেভেন। ম্যাচ শেষ হওয়ার পর টিভি ক্যামেরায় ধরা পড়েছে, বিপক্ষের ফুটবলার আলি আল-জ়াকানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন তারকা। রোনাল্ডোকে বলতে শোনা গিয়েছে, ‘তুমি আর তোমার টিম ফুটবলটা খেলতেই চাওনি।’ রোনাল্ডো তো বটেই, তাঁর পুরো টিমই ঝামেলায় জড়িয়ে পড়েছিল আল ফিহার ফুটবলারদের সঙ্গে।

সৌদি লিগ টেবলের শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। আল নাসের প্রবল চেষ্টা চালাচ্ছে, যাতে ইত্তিহাদকে টপকানো যায়। কিন্তু এখনও তা সম্ভব হয়নি। উল্টে ইত্তিহাদ পয়েন্ট টেবলে ফারাক ক্রমশ বাড়াচ্ছে। আল ফিহার বিরুদ্ধেও আল নাসেরের মতো রোনাল্ডোও তেমন ছন্দে ছিলেন না। প্রধমার্ধে একবার গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন সিআর সেভেন। কিন্তু প্রতিপক্ষ কিপার ভ্লাদিমির স্তোজকোভিচকে টপকাতে পারেননি। ফ্রি-কিক থেকেও গোল করতে পারতেন রোনাল্ডো। ক্রসবারের উপর দিয়ে তা উড়িয়ে দেন। একবার আটকে গিয়েছে অফসাইডে। সব মিলিয়ে ফর্মে না থাকাটা আরও চাপ বাড়াল আল নাসেরের। আর তাতেই যে মেজাজ হারিয়েছেন রোনাল্ডো, সন্দেহ নেই।