দোহা: এটাই বোধ হয় শেষ বিশ্বকাপ ছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Cristiano Ronaldo)। আর বিশ্বকাপের(FIFA World Cup) ময়দানে দেখা যাবে না সেই সিআর সেভেন জার্সি। বিদায় নিলেন চোখের জলেই। মরক্কোর কাছে হার স্বীকার করে কান্না ভেজা চোখে ছাড়লেন মাঠ। তাঁর চোখে জল দেখে নিজেদের সামলাতে পারছেন না ভক্তরাও। রবিবারের ম্যাচেও প্রি-কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি। প্রথম একাদশে তাঁকে ঠাঁই দিলেন না কোচ ফার্নান্দো স্যান্টোস(Fernando Santos)। এই প্রসঙ্গে আবারও কোচের বিরুদ্ধে সরব হলেন রোনাল্ডো সঙ্গী জর্জিনা রড্রিগেজ। নিজের ইনস্টাগ্রামে, স্যান্টোসের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। কী বলছেন জর্জিনা তুলে ধরল TV9 Bangla।
সুইৎজারল্যান্ডের বিপক্ষে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাখা হয়নি রোনাল্ডোকে। ৭৩ মিনিটে বদলি হিসেবে নামানো হয় তাঁকে। এরপরই কোচ ফার্নান্দো স্যান্টোসকে একহাত নেন রোনাল্ডো বান্ধবী জর্জিনা। এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দেন তিনি। রবিবার কোয়ার্টার ফাইনালেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখল ফুটবলবিশ্ব। মরক্কোর বিরুদ্ধে ৫২ মিনিটে নামানো হয় সিআর সোভেনকে। তবে রবিবার আর জ্বলে উঠতে পারেননি তিনি। ১-০ ব্যাবধানে শেষ হয় ম্যাচ। পর্তুগালকে পরাজিত করে শেষ চারে নাম লিখিয়ে নিল মরক্কো। সেই সঙ্গেই নাম লেখালো ইতিহাসের পাতায়। কেরিয়ারের শেষ প্রান্তে এসে অধরাই থেকে গেল রোনাল্ডোর বিশ্বকাপের ট্রফিটি। ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে, নিজের মনের কথা লিখে বসলেন জর্জিনা।
ইনস্টাগ্রাম স্টোরিতে রোনাল্ডোর হাসিমুখের একটি ছবি দিয়ে জর্জিনা লেখেন, “আজ তোমার কোচ তথা প্রিয় বন্ধু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, সবসময় যার প্রশংসা শুনি তোমার মুখে, যাকে এত সম্মান কর তুমি।” এখানেই শেষ নয়,জর্জিনা আরও বলেছেন, “তুমি শেষ পর্যন্ত মাঠে নামার পর দলের খেলায় কতটা পরিবর্তন হয়েছে, তা সারা বিশ্ব দেখল। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তোমার মতো একজন ফুটবলারকে এভাবে উপেক্ষা করা যায় নাকি! বিশ্বের সেরা ফুটবলার, নিজের সেরা অস্ত্রকেই ব্যবহার করল না! জীবন আমাদের রোজ অনেক কিছু শেখায়। আজও আমরা হারিনি, অনেক কিছু শিখলাম।” তাঁর বক্তব্যে স্পষ্ট কতটা কষ্ট পেয়েছেন তিনি। কিছুদিন আগে রোনাল্ডোর সঙ্গে ছবি দিয়ে কোচ স্যান্টোস লেখেন, তিনি নাকি তাঁর পরম বন্ধু। তবে প্রিয় বন্ধুর সঙ্গে এমনটা কী করে করলেন তিনি তা বুঝে উঠতে পারছেন না জর্জিনা।