ন্যুয়ারের ১০০ ম্যাচে গোলের বন্যা মুলারদের

sushovan mukherjee |

Jun 08, 2021 | 4:34 PM

এই ম্যাচেই আবার দেশের হয়ে ১০০তম (1ooth) ম্যাচ খেলে ফেললেন ম্যানুয়েল ন্যুয়ার (Manuel Neuer)। করোনার (Covid-19) প্রভাবে ১ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তাঁরাই ন্যুয়ারের নতুন রেকর্ড নিয়ে উচ্ছ্বসিত ছিলেন।

ন্যুয়ারের ১০০ ম্যাচে গোলের বন্যা মুলারদের
ন্যুয়ারের শততম ম্যাচে বড় জয় জার্মানির। ছবি: টুইটার

Follow Us

বার্লিন: ইউরো কাপের (Euro Cup) গ্রুপ অফ ডেথে রয়েছে জার্মানি (Germany)। বিশ্বকাপজয়ী ফ্রান্স, ইউরো কাপ জয়ী পর্তুগাল, হাঙ্গেরির মতো টিমগুলোর বিরুদ্ধে খেলতে হবে। ইউরো যাত্রা শুরুর আগেই টমাস মুলার, কাই হাভার্টজ়রা বুঝিয়ে দিলেন, তাঁরা তৈরি। প্রস্তুতি ম্যাচে লাটভিয়াকে ৭-১ উড়িয়ে দিল জার্মানরা।
গোলের বন্যার শুরু হয়েছিল প্রথমার্ধ থেকেই। আগ্রাসী ফুটবল-ঝড় সামলেই পারেনি লাটভিয়া (Latvia)। প্রথমার্ধেই ৫-০। যার মধ্যে তিনটে গোল আবার করিয়েছেন চেলসির (Chelsea) তারকা হাভার্টজ়। ১৯ মিনিটে প্রথম গোল রবিন গোসেন্সের। ২১ ও ২৭ মিনিটে ইকের গুন্দোগান ও টমাস মুলারের পর পর গোল। ৩৯ মিনিটে আত্মঘাতী গোল করেন লাটভিয়ার রবার্টস ওজ়োলস। বিরতির ঠিক আগে সার্জে গাব্রে। দ্বিতীয়ার্ধে দুটো গোল টিমো ওয়ার্নার ও লেরয় সানার। লাটভিয়ার আলেক্সেস সাভেলজেভস গোল করলেও লজ্জা কমাতে পারেননি।

আরও পড়ুন: সুনীলকে দেখে মনে হয় ওর বয়স এখনও ২৫: স্টিম্যাচ

এই ম্যাচেই আবার দেশের হয়ে ১০০তম (1ooth) ম্যাচ খেলে ফেললেন ম্যানুয়েল ন্যুয়ার (Manuel Neuer)। করোনার (Covid-19) প্রভাবে ১ হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। তাঁরাই ন্যুয়ারের নতুন রেকর্ড নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। জার্মানির ক্যাপ্টেন ন্যুয়ার পরে বলেছেন, ‘আমাদের সামলাতে চাপে পড়ে গিয়েছিল লাটভিয়া।’

Next Article