Gianluca Vialli: প্রয়াত ইতালির প্রাক্তন স্ট্রাইকার

Italy striker: টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে এই খবর শোনার পরই প্রেস কনফারেন্স থামিয়ে দেন। দীর্ঘ সময় জুভেন্টাসে ভিয়ালির সঙ্গে খেলেছেন কন্তে।

Gianluca Vialli: প্রয়াত ইতালির প্রাক্তন স্ট্রাইকার
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 06, 2023 | 8:19 PM

তুরিন : দীর্ঘদিন প্য়ানক্রিয়াটিক ক্য়ান্সারে আক্রান্ত ছিলে ইতালির প্রাক্তন স্ট্রাইকার জিয়ালুকা ভিয়ালি। মৃত্য়ুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। ক্যান্সারে আক্রান্ত হলেও কখনও ক্য়ান্সারের বিরুদ্ধে ‘লড়াই করছি’বলা পছন্দ ছিল না ভিয়ালির। বছর তিনেক আগে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি ক্য়ান্সারের বিরুদ্ধে লড়াই করতে চাই না। কেন না এটা অনেক বড় শত্রু। আমি বরং এ ভাবে দেখছি, আমি একজন অবাঞ্ছিত ব্য়ক্তির সঙ্গে সফর করছি। একটা সময় এক ঘেয়েমিতে সেই চলে যাক, সেটাই চাই।’ ভিয়ালির জীবনের সেই অবাঞ্ছিত সফরসঙ্গী অবশ্য চলে যায়নি। বরং, তার জন্য পৃথিবীকে বিদায় জানাতে হল ইতালি, জুভেন্টাস, চেলসির এই প্রাক্তন স্ট্রাইকারকে। বিস্তারিত TV9Bangla

ভিয়ালির ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল তাঁর হোমটাউন ক্লাব ক্রেমোনেসেতে। এরপরই বড় সুযোগ। সিরি আ-তে সাম্পদোরিয়া, জুভেন্টাসে খেলেন। কোচিংয়ে আসার আগে ফুটবল কেরিয়ারের ইতি চেলসির হয়ে খেলে। দেশের হয়ে ৫৯ ম্যাচে করেছেন ১৬টি গোল। ইতালির হয়ে ১৯৮৬, ১৯৯০ বিশ্বকাপে খেলেছেন তিনি। ইতালি জাতীয় দলে রবার্তো মানসিনির কোচিং টিমেও ছিলেন ভিয়ালি। ১৯৯৮ থেকে চেলসির প্লেয়ার কাম কোচ ছিলেন। ২০০০ সাল অবধি চেলসিতেই খেলেন। এরপর দু-বছর খেলেন ওয়াটফোর্ডে।

ভিয়ালির মৃত্যুতে বিশ্ব ফুটবলে শোকের ছায়া। টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে এই খবর শোনার পরই প্রেস কনফারেন্স থামিয়ে দেন। দীর্ঘ সময় জুভেন্টাসে ভিয়ালির সঙ্গে খেলেছেন কন্তে। জুভেন্টাসের বর্তমান কোচ মাসিমিলানো অ্য়ালেগ্রি মন্তব্য করেন, ভিয়ালি বাকিদের জন্য উদাহরণ। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, শুধুমাত্র ফুটবলার কিংবা কোচ হিসেবে নয়, মানুষ হিসেবে ভিয়ালিকে মনে রাখতে হবে। জুভেন্টাসে ভিয়ালির অবদান ভোলার মতো নয়, এমনটাই জানান অ্যালেগ্রি।