
ফুটবল ঈশ্বরের বরপুত্র বলা যায় লিওনেল মেসিকে। আর সেই মেসি এবার ৩ দিনের জন্য আসছেন ভারতে। আর মাত্র কয়েক ঘণ্টা পরই ১৩ ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটে তাঁর বিমান ছুঁইয়ে ফেলবে কলকাতার মাটি। কিন্তু মেসি থাকছেন সাধারণ ভক্তদের ধরাছোঁয়ার বাইরেই। কীভাবে?
পূর্বের সূচি অনুযায়ী কলকাতায় থাকাকালীন ৩ বার সাধারণ মানুষের নাগালের মধ্যে আসার কথা ছিল মেসির। কিন্তু নিরাপত্তার খাতিরে তাঁর লেকটাউনে যাওয়া হবে না। সেই ঙ্কারণে, সবচেয়ে বড় জনসমাগম হতে পারত যেখানে, সেটা আর হবে না। কিন্তু তা ছাড়াও যুবভারতীতে একাধিক ক্ষুদে ফুটবলারকে নিয়ে সঙ্গে ফুটবল ক্লিনিক করবেন লিও। এ ছাড়াও হোটেলেই স্পনসরদের একটা অনুষ্ঠানও রয়েছে।
মেসির সঙ্গে মাত্র ১ বার হাত মেলানো ও একটি ছবি তোলার জন্য খরচ কত জানেন? মাত্র ১০ লক্ষ টাকা। আয়োজকরা জানিয়েছেন, ১৩ ডিসেম্বর সকাল ৯টা বেজে ৩০ মিনিটে বাইপাসের ধারের যে হোটেলে মেসি থাকবেন, এখানে স্পনসরদের অনুষ্ঠান ‘মিট অ্যান্ড গ্রিট’ শুরু হবে। কিন্তু এই ১০ লক্ষ টাকা দিয়ে কী কী পাবেন আপনি?
প্রথমেই আপনি পাবেন মেসির সঙ্গে হাত মেলানোর সুযোগ। এ ছাড়াও পেশাদার ফটোগ্রাফার আপনার একটি ছবি তুলে দেবেন মেসির সঙ্গে। এ ছাড়াও ওই হোটেলের বিশেষ ‘প্রিমিয়াম লাউঞ্জে’ বসে আপনি চাখতে পারবেন সুস্বাদু খাবার ও পানীয়। এর বাইরে গিয়েও আপনি পাবেন দেশের অন্য একটি শহরে এই ট্যুরেরই একটি হসপিটালিটি-ক্যাটাগরি টিকিট।
মেসির সঙ্গে এই সাক্ষাতকে ‘জীবনে একবারের সুযোগ’ বলে বর্ণনা করছেন গোট ট্যুরের প্রমোটার শতদ্রু দত্ত। তবে, ৩ হাজার ডলারের কম মাথাপিছু আয়ের দেশের সাধারণ ভক্তদের কাছে এই দাম দিয়ে মেসির সঙ্গে দেখা করা কার্যত অসম্ভব।
এই ট্যুরে মেসি একা নন। তাঁর সঙ্গে রয়েছেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেজ ও আর্জেন্টাইন জাতীয় দলের খেলোয়াড় রড্রিগো ডি’পল। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা। ১৩ ডিসেম্বর কলকাতার কাজ মিটিয়ে তিনি যাবেন হায়দরাবাদ। তারপর মুম্বই ও দিল্লি হয়ে ফিরে যাবেন লিওনেল আন্দ্রেস মেসি। জানা গিয়েছে, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি।