Lionel Messi: ‘তোমাকে কেউ বাঁচাতে পারবে না’, মেসিকে হুমকি বন্দুকবাজের, চলল গুলি!
ছেলেবেলার ক্লাব রোজারিওর নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে কেরিয়ার শেষ করতে চান মেসি। কিন্তু এই ঘটনার পর সেই সিদ্ধান্ত নিয়ে দু'বার ভাবতে হবে তাঁকে।

রোজারিও: নিজের জন্মস্থানে মৃত্যুর হুমকি পেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় লিওনেল মেসির (Lionel Messi) বাড়ি রোজারিওর (Rosario) একটি সুপার মার্কেটে হামলা চালায় বন্দুকবাজরা। ওই সুপার মার্কেটটি রোকুজ্জোদের। অর্থাৎ মেসির শ্বশুরবাড়ির মালিকানাধীন। সেখানেই হামলা চালিয়ে মেসিকে খুনের হুমকি দিয়ে চিরকূট রেখে আসে বন্দুকবাজরা (Gunman Attack)। ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মেসির শ্বশুরবাড়ির লোকজনও তটস্থ হয়ে রয়েছেন। আর্জেন্টিনার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। ছেলেবেলার ক্লাব রোজারিওর নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে কেরিয়ার শেষ করতে চান মেসি। কিন্তু এই ঘটনার পর সেই সিদ্ধান্ত নিয়ে দু’বার ভাবতে হবে তাঁকে। বিস্তারিত TV9 Bangla– য়।
মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর বাপেরবাড়ির মালিকানাধীন ওই সুপার মার্কেটটি। সেখানেই এলোপাথাড়ি গুলিতে হামলা চালায় বন্দুকবাজরা। ভোর রাতে ঘটনাটি ঘটায় সুপার মার্কেটটি খালি ছিল। বাইরে থেকে সুপার মার্কেটের দরজায় গুলি করে মোটর সাইকেল হাঁকিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। সুপার মার্কেটের বাইরে ১৪ বার গুলির আওয়াজ শোনা গিয়েছে। যাওয়ার আগে কাগজে মেসির জন্য হুমকি লেখা বার্তা লিখে যায় বন্দুকবাজরা। রাস্তায় ফেলে যাওয়া ওই চিরকুটে লেখা ছিল, “তোমার জন্য আমরা অপেক্ষা করছি মেসি। পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) একজন মাদকের চোরা কারবারি। ও তোমায় বাঁচাতে পারবে না।”
দেশের ফুটবল সুপারস্টারকে মৃত্যু হুমকি দেওয়ায় হইচই পড়ে গিয়েছে আর্জেন্টিনায়। মেসির সুরক্ষা নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরা। সময় পেলেই স্ত্রী-পুত্রদের নিয়ে রোজারিওর বাড়িতে যান মেসি। ঘটনার তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো। ঘটনাস্থল থেকে চিরকূটটি উদ্ধার করেছে তারা। ওই সুপার মার্কেটটি আপাতত বন্ধ থাকবে। সুপার মার্কেটের রাস্তায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।





