
মিউনিখ: জার্মানি ফুটবলে লজ্জার ইতিহাস! কাতার বিশ্বকাপে অনবদ্য পারফর্ম করেছে জাপান। সম্প্রতি প্রীতি ম্যাচে জাপানের কাছে ১-৪ ব্যবধানে হারে জার্মানি। ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ফুটবলে কঠিন সময় চলছে তা আরও একবার প্রকাশ্যে। জাপানের কাছে হারের রেশ। ছাঁটাই করা হয়েছে কোচ হান্সি ফ্লিককে। জার্মানি ফুটবলের ইতিহাসে প্রথম কোনও কোচকে ছাঁটাই করা হল। সে দেশের ১২৩ বছরের ফুটবলের ইতিহাসে এর আগে প্রত্যেক কোচই নিজে থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও ইউরোর মতো বড় টুর্নামেন্টের আগে ধাক্কা খেতে হল হান্সি ফ্লিককে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইউরো ২০২৪ সালের আয়োজক জার্মানি। তার বিপর্যস্ত জার্মান ফুটবল! শুক্রবার জাপানের কাছে হার। যার জেরে জার্মান ফুটবল সংস্থা হান্সি ফ্লিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। ১৯২৬ থেকে জার্মান ফুটবলে কোচের পদ তৈরির পর এই প্রথম কেউ ছাঁটাই হলেন।
জার্মান ফুটবল সংস্থার স্পোর্টিং ডিরেক্টর রুডি ভয়ার অন্তর্বর্তী দায়িত্ব সামলাবেন। ২০০২ বিশ্বকাপে জার্মান দলের কোচ ছিলেন তিনি। জার্মান ফুটবল সংস্থার প্রধান বার্ন নুয়েডর্ফ জানিয়েছেন, দলের সাম্প্রতিক পারফরম্যান্সের জেরে এই পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল না। এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এ বছর দেশের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমাদের আত্মবিশ্বাসে ধাক্কা লেগেছে। সে কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নিতে হল।’
যদিও ইউরোতে ভয়ার কোচিং করাবেন না বলেই খবর। আপাতত দায়িত্ব সামলালেও জুলিয়েন নাগেলসম্যানকে জাতীয় দলের কোচ করা হতে পারে। হান্সি ফ্লিক জার্মানির দায়িত্ব নেওয়ার পর বায়ার্ন মিউনিখের কোচ হয়েছিল নাগেলসম্যান। তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন।