ICC Ranking: ব়্যাঙ্কিংয়ে অবনতি হরমনপ্রীত, স্মৃতির; অলরাউন্ডারের তালিকায় উজ্জ্বল দীপ্তি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 04, 2023 | 6:03 PM

Women's Cricket Ranking: টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখলেন স্মৃতি মন্ধানা। বোলিংয়ে এক ধাপ উঠে চতুর্থ স্থানে ভারতের অফস্পিনার দীপ্তি শর্মা। নবম স্থানে রয়েছেন পেসার রেনুকা সিং ঠাকুর। টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থান ধরে রাখলেন দীপ্তি শর্মা।

ICC Ranking: ব়্যাঙ্কিংয়ে অবনতি হরমনপ্রীত, স্মৃতির; অলরাউন্ডারের তালিকায় উজ্জ্বল দীপ্তি
Image Credit source: twitter

Follow Us

দুবাই: মেয়েদের ক্রিকেটের ব়্যাঙ্কিং প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ওডিআই ক্রিকেটে ব্যাটারদের তালিকায় এক ধাপ করে অবনতি ভারতের দুই তারকার। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা এক ধাপ নেমে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করলেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। আইসিসি ক্রমতালিকায় আর কে কোথায়, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দীর্ঘ সময় ধরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোনও সিরিজ ছিল না। সে কারণে ব়্যাঙ্কিংয়ে উন্নতিরও সুযোগ ছিল না। সামনেই বাংলাদেশ সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে ভারত। সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় হরমনপ্রীত ও স্মৃতির রেটিং পয়েন্ট যথাক্রমে ৭১৬ ও ৭১৪। শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু ৭৫৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থানে ওঠার নজির গড়লেন চামারি আতাপাত্তু। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে এই কৃতিত্ব রয়েছে সনৎ জয়সূর্যর।

বোলারদের ক্রমতালিকায় ভারতের বাঁ হাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় (৬১৭ রেটিং পয়েন্ট) এবং সিনিয়র অফস্পিনার দীপ্তি শর্মা অষ্টম ও দশম স্থানে রয়েছেন। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন। ওয়ান ডে ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতীয় দলের অফস্পিনার-অলরাউন্ডার দীপ্তি শর্মা।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রমতালিকায় ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখলেন স্মৃতি মন্ধানা। বোলিংয়ে এক ধাপ উঠে চতুর্থ স্থানে ভারতের অফস্পিনার দীপ্তি শর্মা। নবম স্থানে রয়েছেন পেসার রেনুকা সিং ঠাকুর। টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় তৃতীয় স্থান ধরে রাখলেন দীপ্তি শর্মা।

Next Article