লণ্ডন: ইংল্যান্ড অধিনায়ক। চলতি মরসুম শুরুর আগে তাঁর টটেনহ্যামে থাকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। হ্যারি কেন (Harry Kane) নিজেই চাইছিলেন না টটেনহ্যামে থাকতে। কিন্তু দল বদল পর্বের শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেও অন্য ক্লাবে যেতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। ইচ্ছের বিরুদ্ধে টটেনহ্যামে থেকে গেলেও পারফরম্যান্সে কোনও ঘাটতি নেই হ্যারির। চোটের ধাক্কা কাটিয়ে এবার গোলের ছন্দেও ফিরেছেন। সোমবারা এভার্টনের বিরুদ্ধে জোড়া গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) সর্বোচ্চ গোল দাতাদের তালিকায় ছয় নম্বরে উঠে এসেছেন হ্যারি। সোমবার তিনি পেছনে ফেলে দিলেন প্রাক্তন ফরাসি তারকা অঁরিকে (Thierry Henry)। আর্সেনালের জার্সিতে প্রিমিয়ার লিগে ১৭৫টি গোল করেছিলেন অঁরি। এভার্টনের বিরুদ্ধে জোড়া গোল করে এখন হ্যারি কেন দাঁড়িয়ে ১৭৬টি গোলে।
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা অ্যালেন শিয়ারার (Allen Shearer)। ব্ল্যাকবার্ন রোভার্স ও নিক্যাসেল ইউনাইটেডের হয়ে ২৬০টি গোল করেছেন শিয়ারার। যার মধ্যে ব্ল্যাকবার্নের হয়ে গোল ১১২টি। নিউক্যাসেলের হয়ে গোল ১৪৮টি। দ্বিতীয় স্থানে আছেন ওয়েন রুনি (Wayne Rooney)। ২০৮টি গোল করেছেন রুনি। খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও এভার্টানের হয়ে। ইংল্যান্ডের এই দুই প্রাক্তন তারকাই করেছেন দুশোর বেশি গোল। ১৮৭ গোল করে তৃতীয় স্থানে অ্যান্ডি কোল। কেরিয়ারে এখনও অনেকটা পথ চলা বাকি হ্যারি কেনের। অ্যালেন শিয়ারার পর্যন্ত পৌঁছতে না পারলেও রুনি পর্যন্ত পৌঁছনের সুযোগ আছে হ্যারি কেনের সামনে। চলতি মরসুমেই আরও কয়েকটা ধাপ উঠে আসতে পারেন হ্যারি কেন। আর দুটি গোল করলেই এভার্টনের বর্তমান কোনও প্রাক্তন চেলসি তারকা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে টোপকে যাওয়ার সুযোগ হ্যারির সামনে।
চলতি প্রিমিয়ার লিগে এখনও ১২টি ম্যাচ বাকি টটেনহ্যাম হটস্পারের। সেই ১২ ম্যাচে ১৩টি গলো করতে পারলেই সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে হ্যারি কেনের সামনে। ইংল্যান্ড অধিনায়কের সামনে যে এখন মাত্র দুজন। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও অর্জেন্টিনায়র সার্জিও অ্যাগুয়েরো। তালিকার চার নম্বরে থাকা অ্যাগুয়েরোর গোল সংখ্যা ১৮৪। হ্যারির সব থেকে বস সুবিধে যে ফুটবলররা তাঁর সামনে আছেন তাঁরা কেউই আর খেলছেন না। তাই লক্ষ্য বাড়বে না তাঁর সামনে। বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে হ্যারির পেছনে আছেন লেস্টার সিটির জেমি ভার্ডি। ১২৮টি গোল করেছেন তিনি। তাই বলাই যায় হ্যারি কেনের সামনে রাস্তা কার্যত ফাঁকা। চলতি মরসুমেই তৃতীয় স্থানে উঠে আসতে পারবেন তিনি? কারণ মরসুম শেষ হয়ে হ্যারি কেনের টটেনহ্যামে বা ইংলিশ প্রিমিয়ার লিগে থাকা নিয়েই আছে সংশয়।
আরও পড়ুন : Alexander Zverev: জার্মান টেনিস তারকাকে বড়সড় শাস্তি