মিউনিখ: ম্যাচের শেষ মুহূর্তে অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) পেনাল্টি থেকে গোল। উয়েফা নেশন্স লিগে (UEFA Nations League) জার্মানির (Germany) বিরুদ্ধে কোনওরকমে হার বাঁচাল ইংল্যান্ড (England)। টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর হাঙ্গেরির কাছে হেরেছিল ইংল্যান্ড। মিউনিখে জার্মানির বিরুদ্ধেও তেমন পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে জোনাস হফম্যানের গোলে এগিয়ে যায় জার্মানি। ইংল্যান্ডের হারের আতঙ্ক কাটল ৮৮ মিনিটে। বক্সে বন্দী হন হ্যারি কেন। স্প্যানিশ রেফারি প্রাথমিকভাবে ইংল্যান্ডের পেনাল্টির আবেদনে সাড়া দেননি। ভিডিও অ্যাসিট্যান্ট রেফারি (ভিএআর) রিভিউতে ফুটেজ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের। দেশের হয়ে এটি তাঁর ৫০তম গোল। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক গোল ওয়েন রুনির (৫৩)। দ্বিতীয় স্থানে হ্যারি কেন। ব্যক্তিগত নজিরের পাশাপাশি দলকে হারের হাত থেকেও বাঁচালেন হ্যারি কেন।
কাতার বিশ্বকাপের আগে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ ইংল্যান্ডের প্রস্তুতিতে সাহায্য করবে। তবে পারফরম্যান্সে উন্নতি না করলে, বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা না থাকাই শ্রেয়। উয়েফা নেশন্স লিগে এখনও অবধি পারফরম্যান্স তাদের কাছে সতর্কবার্তা। জার্মানি ম্যাচে ইংল্যান্ডের প্রাপ্তি না হারা। ক্লাব মরসুম শেষে জাতীয় দলের জার্সিতে একজোট হওয়া এবং মানিয়ে নেওয়া সহজ নয়। যদিও এই অজুহাত দেওয়ার জায়গা নেই। সকলের ক্ষেত্রেই পরিস্থিতি এক। ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক ভালো খেলেছে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে জার্মানির আক্রমণ সামলাতে হিমসিম খায় তারা। গোলরক্ষক জর্ডন পিকফোর্ড দুর্দান্ত সেভ না করলে, হয়তো খালি হাতেই মাঠ ছাড়তে হত ইংল্যান্ডকে। নেশন্স লিগের লিগ এ গ্রুপ ৩-র অন্য ম্যাচে হাঙ্গেরিকে ২-১ ব্যবধানে হারায় ইতালি। নিকোলো ব্যারেলার ৩০ মিনিটের গোলে এগিয়ে যায় ইতালি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান লরেঞ্জো পেলেগ্রিনি। হাঙ্গেরির গোলের ক্ষেত্রেও ভূমিকা ইতালিরই। ৬১ মিনিটে জিয়ালুকা মানসিনির আত্মঘাতী গোলে ব্যবধান কমে হাঙ্গেরির। আগের ম্যাচে ড্র করলেও এই গ্রুপে শীর্ষে রয়েছে ইতালিই। চার দলের গ্রুপে সবার শেষে ইংল্যান্ড।