ব্রাসেলস: বয়স মাত্র ৩২। আন্তর্জাতিক ফুটবল হোক কিংবা ক্লাব ফুটবল। এটা কোনও বয়সই নয়। চুটিয়ে খেলছেন সকলেই। কিন্তু এই বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ছেন ইডেন হ্যাজার্ড। এ বার কি ক্লাব ফুটবলেও অবসর নেবেন! তা হয়তো নয়। বেলজিয়াম ফুটবল ফেডারেশনের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে হ্যাজার্ডকে। সেখানেই নানা বিষয়ে মন্তব্য করলেন বেলজিয়ামের এই প্রাক্তন ফুটবলার। সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর ‘বিশ্রাম মন্তব্য’। রিয়াল মাদ্রিদে তিনি বিশ্রাম করেছেন? তাহলে এর কি কোনও আলাদা অর্থ রয়েছে! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে অস্ট্রিয়ার বিরুদ্ধে নেমেছিল বেলজিয়াম। কাতার বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বেলজিয়ামের তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড। অস্ট্রিয়া ম্যাচেই তাঁকে সংবর্ধনা দিল বেলজিয়ান ফুটবল সংস্থা। ঘরের মাঠে এমন সংবর্ধনা, সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হ্যাজার্ড। তবে রিয়াল মাদ্রিদকে নিয়ে তাঁর মন্তব্য সাড়া ফেলে দিয়েছে।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে খেলেছেন এত দিন। দীর্ঘ চার বছর পর রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। রিয়াল মাদ্রিদে শুরুর দিকে সব ঠিকই ছিল। তবে কার্লো আন্সেলোত্তি ফের দায়িত্ব নেওয়ার পর ভিনিসিয়াস জুনিয়রের কাছে জায়গা হারান হ্যাজার্ড। কোচের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল না তাঁর। সুযোগ পেতেন না খেলার। চার বছর রিয়াল মাদ্রিদে কেমন কেটেছে তাঁর, সেই প্রসঙ্গে এক লাইনে মজার উত্তর হ্যাজার্ডের। বলছেন, ‘তিন বছর তো বিশ্রাম করছিলাম’।
আন্তর্জাতিক ফুটবলকে এত তাড়াতাড়ি বিদায় জানিয়েছেন। ক্লাব ফুটবলেও কি এমনই ভাবনা রয়েছে? ফুটবল ভবিষ্যৎ প্রসঙ্গে হ্যাজার্ড বলছেন, ‘অবসর? সত্যি বলতে, আমিও জানি না। তিনটে বছর খুবই কঠিন কেটেছে। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। এটা ঠিক, অবসর প্রসঙ্গে আমাকে নিয়ে অনেক কিছুই লেখালেখি হচ্ছে। তবে এখনই অবসর নিয়ে কিছু বলতে পারছি না।’