তিন সপ্তাহ মাঠে নেই এডু, নর্থইস্ট চ্যালেঞ্জের মুখে হাবাস
১২ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে দু'নম্বরে মোহনবাগান। মঙ্গলবার রাতে ফতোরদায় হাবাসের দলের জয় প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলবে।
The last time we faced NorthEast United FC, we sealed the deal with a 2-0 win at Fatorda! ?❤️
What do you think will happen this time in #NEUATKMB ??#ATKMohunBagan #JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/c6xQ71BZRf
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) January 25, 2021
জোড়া চোট বাদ দিলে প্রজাতন্ত্র দিবসে নর্থইস্ট চ্যালেঞ্জের জন্য তৈরি মোহনবাগান। পরপর দু’ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর আগের ম্যাচে চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ে ফিরেছে সবুজ-মেরুন। যা স্বস্তি ফিরিয়েছে এটিকে মোহনাবাগান শিবিরে। চোট পাওয়া শুভাশিসের জায়গায় খেলতে পারেন সুমিত রাথি। মাঝমাঠে কার্ল আর হাভি হার্নান্ডেজ জুটি। বাকি দলে খুব একটা পরিবর্তন নেই।
নর্থইস্টে কোচ পরিবর্তন হয়েছে। বেঙ্গালুরু থেকে নর্থইস্টে যোগ দিয়েই গোল পেয়েছেন ব্রাউন। জোড়া পরিবর্তনে জয়ও পেয়েছে খালিদ জামিলের দল। তাই আগের পর্বে নর্থইস্টকে হারালেও এটিকে মোহনবাগান কোচ হাবাসের গলায় প্রতিপক্ষ সম্পর্কে সমীহের সুর।
আরও পড়ুন:ল্যাম্পার্ডকে ছাঁটাই করল চেলসি
প্রথম পর্বে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোল করার পর আর গোল পাননি রয় কৃষ্ণা। আগের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন রয়ের স্ট্রাইকিং পার্টনার উইলিয়ামস। টিম ম্যানেজমেন্টের আশা রয়েরও গোলে ফেরা শধু সময়ের অপেক্ষা।
১২ ম্যাচে ১৫ পয়েন্টে নিয়ে লিগ তালিকার ৫ নম্বরে নর্থইস্ট। অন্য দিকে, ১২ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে দু’নম্বরে মোহনবাগান। মঙ্গলবার রাতে ফতোরদায় হাবাসের দলের জয় পেলে প্লে অফে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলবে। নর্থইস্ট জিতলে আবার ঢুকে পড়বে প্রথম চারে। ফলে বলাই যায় প্রজাতন্ত্র দিবসের সন্ধেয় হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষা।