FIFA U-17 Women’s World Cup: টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন, ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জিতল স্পেন
Spain: বিশ্বকাপ ফাইনালও হল রুদ্ধশ্বাস। একটা সময় অবধি মনে হয়েছিল নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবে না। ক্ষণিকের ভুল, আত্মঘাতী গোল, ম্যাচের পরিস্থিতি বদলে দিল।
মুম্বই : ট্রফি নিজেদের কাছেই রাখল স্পেন (Spain)। ভারতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে (FIFA U-17 Women’s World Cup) চ্যাম্পিয়ন স্পেন। টানা দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারাল স্পেন। রানার্সের চেয়ে কলম্বিয়ার জন্য বড় হতাশা, আত্মঘাতী গোলেই খেতাব জিতেছে স্পেন। ভারতের মেয়েরা বিশ্বকাপের প্রথম রাউন্ডে ছিটকে গেলেও তাদেরও প্রাপ্তি অনেক। অনেক শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার সুযোগ মিলেছে। রেজাল্ট ভারতের পক্ষে যায়নি। শেখার অনেক কিছুই ছিল। যা পরবর্তীতে ভারতীয় মহিলা ফুটবলে বড় ভূমিকা নিতে পারে। এর আগে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করেছিল ভারত ( AIFF)।
কোভিড, ফিফার নির্বাসন, মেয়েদের বিশ্বকাপ ভারতে হওয়া নিয়ে অনেক জটিলতা দেখা দিয়েছিল। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পরই বড় স্বপ্ন দেখতে শুরু করেছিল ভারতের মেয়েরা। কিন্তু কোভিডের জন্য বিশ্বকাপও পিছিয়ে যায়। বয়সভিত্তিক টুর্নামেন্ট হওয়ায়, অনেকেই হারিয়ে যান। নতুন অনেকে সুযোগ পান বিশ্বকাপ খেলার। এর জন্যও অনেক আতঙ্কে থাকতে হয়েছে ভারতীয় দলকে। ভারতে বিশ্বকাপ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। প্রস্তুতি ছিল তুঙ্গে। অনেক বাধাও এসেছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল অগস্টের মাঝামাঝি। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নির্বাসিত করেছিল ভারতীয় ফুটবল সংস্থাকে। ভারতে বিশ্বকাপ হওয়া নিয়েই সংশয় ছিল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে নির্বাচন এবং নতুন কমিটি গঠন হওয়ার পর নির্বাসন তুলে নেয় ফিফা। অবশেষে দেশে মেয়েদের ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ পেলেন ভারতের ফুটবল প্রেমীরা।
বিশ্বকাপ ফাইনালও হল রুদ্ধশ্বাস। একটা সময় অবধি মনে হয়েছিল নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সালা হবে না। ক্ষণিকের ভুল, আত্মঘাতী গোল, ম্যাচের পরিস্থিতি বদলে দিল। ম্যাচের ৮২ মিনিটে ম্যাচের রং বদলে গেল। ক্রিশ্চিয়ানার গোলে এগিয়ে যেতে পারত স্পেন। যদিও ভিএআরে গোল বাতিল হয়। অবশেষে ৮২ মিনিটে স্পেনের জয়সূচক গোল। যদিও আত্মঘাতী। কলম্বিয়ার ডিফেন্ডার অ্যানা মারিয়া গুজম্যান জাপাতা বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের গোলেই বল জড়ান। মুহূর্তের ভুলে এক দলের হতাশা হলেও, আর এক দল চ্যাম্পিয়ন। ফাইনালে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সহ অন্য়ান্য বিশিষ্টজনেরা।