
প্রান্তিক দেব
মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার স্বপ্ন সব ফুটবল প্রেমীর থাকে। অনেকেই আছেন, যাঁরা নিয়ম করে টাকা জমান বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য। রাশিয়ার পর ভারতের ফুটবল প্রেমীদের কাছে আবার একটা বড় সুযোগ, তুলনায় কাছাকাছি একটা দেশে গিয়ে বিশ্বকাপ (Fifa World Cup 2022) দেখার। ভারত থেকে কাতারে (Qatar World Cup 2022) গিয়ে বিশ্বকাপ দেখতে হলে বেশ কিছু সরকারি প্রক্রিয়া রয়েছে। সে সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে করতেই হয়তো বাজেট নিয়ে বসবেন আপনি। বিশ্বকাপে একটা ম্যাচ দেখার খরচ কত,জানেন? সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করল TV9 BANGLA।
সমস্ত অফিসিয়াল প্রক্রিয়া শেষ করার পর, কাতার যাত্রার জন্য আপনাকে বিমানের টিকিট বুক করতে হবে। বিশ্বকাপের দিন ১৫ আগে, নভেম্বর মাসের শুরুতে বিমানে সংস্থাগুলির টিকিটের দাম কিন্তু আকাশছোঁয়া। বিশ্বকাপ যত এগিয়ে আসবে, স্বাভাবিক ভাবেই বাড়বে টিকিটের দাম। নভেম্বরের প্রথম সপ্তাহে টিকিট বুক করলে গড়ে একটি বিমানের টিকিটের দাম দাঁড়াতে পারে ২৫ হাজার টাকা। ফেরার টিকিটের খরচও তেমনটাই। তাই যাওয়া ও ফিরে আসা মিলে কাতারের টিকিটের দাম ৫০ হাজার টাকা।
কাতার পৌঁছনোর আগেই আপনাকে খুঁজতে হবে থাকার জায়গা। তথ্য অনুযায়ী কাতারে ৪৫ হাজার হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির হোটেল থাকছে। সঙ্গে থাকছে ক্রুজ শিপে থাকার ব্যাবস্থা বা অপার্টমেন্ট ভাড়া করে থাকার ব্যবস্থা। বিমানের ভাড়ার মত এ ক্ষেত্রেও বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে থাকার খরচ। সাধারণ মধ্যবিত্ত মানুষের থাকার জন্য দিন প্রতি খরচ গড়ে ৫০০ থেকে ৬০০ ডলার। ভারতীয় মুদ্রায় গড়ে কমবেশি ৪০ থেকে ৫০ হাজার টাকা প্রতিদিন।
কাতার পৌঁছে গেলেন, হোটেলও বুক হল। এ বার পালা খাবার খরচের। কাতারে আপনি সব ধরনের খাবারই পাবেন। অসংখ্য ভারতীয় থাকার দরুণ ওই দেশে ভারতীয় রেস্তোরাঁর ছড়াছড়ি। প্রতিদিন ৩০ থেকে ৪০ ডলার মতো লাগতে পারে খাবারের জন্য। ভারতীয় মুদ্রায় কম বেশি ৩ হাজার টাকা। থাকা খাওয়ার ব্যবস্থা হল। কাতারে একটা বিষয়ে দর্শকদের জন্য বিশেষ সুবিধে থাকছে। যাতায়াতের কোনও খরচ নেই। বিশ্বকাপ দেখতে কাতার যাওয়ার ছারপত্র পাওয়ায় সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন হায়া কার্ড। কাতারে যে কার্ড দেখালে আপনার যাতায়াত ফ্রি। অর্থাৎ বাস, মেট্রোর মতো পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনাকে খরচ করতে হচ্ছে না।
এত কিছুর পর ম্যাচ দেখার টিকিটের দাম। বিভিন্ন দরের টিকিট আছে বিশ্বকাপে। গ্রুপ লিগের জন্য আলাদা দাম, প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। প্রত্যেক স্তরে দাম বাড়বে টিকিটের। পাশাপাশি ম্যাচের গুরুত্ব অনুযায়ীও টিকিটের দাম বাড়বে বা কমবে। বড় দলের ম্যাচের টিকিটের দাম বেশি। এই সব কিছু মাথায় রেখে একটা গড় হিসেবে দেখা যাচ্ছে, গ্রুপ পর্বের একটি ম্যাচের টিকিটের দাম ৫ থেকে ৬ হাজার টাকা। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম প্রায় ৪৬ হাজার টাকা। টিকিট বিক্রির প্রক্রিয়া যদিও অনেক আগেই শুরু হয়েছে। একটি ম্যাচ দেখতে এই মূল খরচগুলি আপনাকে করতেই হবে। তাহলে সহজ পাটিগণিতের হিসেবে কত খরচ দাঁড়াচ্ছে?
বিমান ভাড়া: ৫০ হাজার টাকা (যাওয়া-আসা)
থাকার খরচ: ৫০ হাজার টাকা (একদিন)
খাওয়ার খরচ: ৩ হাজার টাকা (একদিন)
ম্যাচ টিকিট: ৫ হাজার টাকা (গ্রুপ লিগের একটি ম্যাচ)
———————————————
মোট মূল খরচ ১ লক্ষ ৮ হাজার টাকা (একদিন থাকা ও একটি ম্যাচ দেখা)
এছাড়াও আরও বেশ কিছু ব্যক্তিগত খরচের পালা থাকে। তাই সব মিলিয়ে খুব কম করে হলেও কাতারে এক দিন থেকে একটি গ্রুপ লিগের ম্যাচ দেখার জন্য ১ লক্ষ টাকার কিছু বেশি আপনার খরচ। বিশ্বকাপের মঞ্চে গিয়ে ফুটবল উৎসবে সামিল হতে হলে এটুকু খরচ যে করতেই হবে!