FIFA World Cup 2022: চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা বা ফ্রান্সের ঝুলি ভরবে কত টাকায়?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 18, 2022 | 7:06 PM

ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এ বার লড়াই হবে সমানে সমানে। দুই দলেরই পুরো আসরে পারফরম্যান্স দুর্দান্ত। একের পর এক জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠে এসেছে তারা।

FIFA World Cup 2022: চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা বা ফ্রান্সের ঝুলি ভরবে কত টাকায়?
বিশ্বকাপ জিতলে কত টাকা নিয়ে দেশে ফিরবে জয়ী দল?
Image Credit source: Twitter

Follow Us

দোহা: কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপেদের (Kylian Mbappe) ভাগ্য নির্ধারণের ‘ফাইনাল’ পরীক্ষা। ফ্রান্স না আর্জেন্টিনা কোন দেশে যাবে বিশ্বকাপ (FIFA World Cup) তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব। শুধু সোনার ট্রফিই নয়, সেই সঙ্গেই বিপুল পরিমাণ অর্থ নিয়ে দেশে ফিরবে জয়ী দল। টাকার অঙ্কের পরিমাণটা জানলে চোখ মাথায় উঠবে অনেকেরই। জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়নরা? তুলে ধরল TV9 Bangla

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। প্রায় ২ মাসব্যাপী ফুটবল জ্বরের সমাপ্তি ঘটবে আজই। ফুটবল দুনিয়া পেয়ে যাবে এ বারের বিশ্ব চ্যাম্পিয়নকে। আর চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার আনুমানিক অর্থ দাঁড়ায় প্রায় ৩৫০ কোটি। রানার্স দল পেয়ে যাবে প্রায় ২৫০ কোটি। এবং তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পাবে প্রায় ২২৩ কোটি ও ২০৬ কোটি টাকা। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন এ বার লড়াই হবে সমানে সমানে। দুই দলেরই পুরো আসরে পারফরম্যান্স দুর্দান্ত। একের পর এক জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠে এসেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই শিবিরেই তারকা ফুটবলারের ছড়াছড়ি। তাই কার মাথায় উঠবে বিশ্বকাপের শিরোপা তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। কেউ এগিয়ে রাখছেন মেসিকে, কেউ আবার এমবাপেকে।

ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড ১৪০ কোটির কাছাকাছি অর্থ নিয়ে দেশে ফিরে গিয়েছে। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে ওঠা দলেগুলো পেয়েছে ১০৭ কোটি। এ বার বিশ্ব সেরার পালা। সোনার সেই ঝলমলে ট্রফি-সহ বিপুল পরিমাণ অর্থ উঠবে বিশ্বসেরার হাতে। সেই সঙ্গেই নাম উঠে যাবে ইতিহাসের পাতায়। ফাইনালে শেষ বারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখে শেষ হাসি ফোটে? নাকি ৩৬ বছরের খরা কাটিয়ে শেষ হাসি হাসবেন মেসিরা এখন এটাই দেখার।

Next Article