Cristiano Ronaldo: রেকর্ড তাঁকে অনুসরণ করে, এমন কথা কে বলছেন?

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Jun 04, 2022 | 8:32 PM

তিনি নন, রেকর্ড তাঁকে অনুসরণ করে। এমন কথা কে বলতে পারেন? যিনি বলছেন, সাফল্যের পিছনে তিনি ছোটেন না। সাফল্য তাঁর মুঠোয় ধরা দেয়।

Cristiano Ronaldo: রেকর্ড তাঁকে অনুসরণ করে, এমন কথা কে বলছেন?
ম্যান ইউ জার্সিতে সেলিব্রেশনে রোনাল্ডো। ফাইল ছবি
Image Credit source: Twitter

Follow Us

ম্যাঞ্চেস্টার: তিনি নন, রেকর্ড তাঁকে অনুসরণ করে! এমন কথা কার মুখে সাজে? বিশ্ব ফুটবলের দিকে তাকালে দু’জন চলে আসবেন আলোচনায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও লিওনেল মেসি (Lionel Messi)। আন্তর্জাতিক ফুটবলে এই দু’জন একে অপরের সেরা প্রতিদ্বন্দ্বী। যাঁরা প্রতিটা ম্য়াচে নামেন আর রেকর্ড করেন। তবে, এই রেকর্ডের খাতা ইদানীং কালে দখলে রেখেছেন সিআর সেভেনই। দেশের হয়ে সবচেয়ে গোলের রেকর্ড যেমন তাঁর, তেমনই ক্লাবের হয়েও সবচেয়ে বেশি গোলের রেকর্ডও। ৩৭ বছরের ফুটবলার যেন বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। জুভেন্তাস থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) পা দিয়ে রোনাল্ডো নতুন কোনও রেকর্ড করতে না পারলেও গোল ঠিকই করেছেন।

সিআর সেভেন মানেই যেন গোলের বন্যা। যে ক্লাব থেকে উঠে এসেছিলেন এক সময়, সেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেই নিউ ক্যাসলের বিরুদ্ধে নেমেছিলেন প্রথম ম্যাচ খেলতে। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। সেই ম্যাচে যে নার্ভাস ছিলেন, তা মেনে নিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থকরা অসাধারণ। সব সময় ওদের পাশে পাওয়া যায়। এমনকি, টিম যখন হারছে তখনও ওরা সাপোর্ট করে।’

গত ডিসেম্বরের আর্সেনালের বিরুদ্ধে কেরিয়ারের ৮০০ গোলের মাইলফলক পার করে ফেলেছেন। ফিফার সর্বকালের সবচেয়ে বেশি গোলদাতার তালিকাতেও এক নম্বরে রোনাল্ডোরই নাম। তিনি বলছেন, ‘রেকর্ড তা নিজের পথেই আসে। আমি কখনও রেকর্ডকে অনুসরণ করিনি। কিন্তু ভালো দিক হচ্ছে, রেকর্ড আমাকে ফলো করে।’

রোনাল্ডো এখনও নিজেকে মোটিভেট করে যাচ্ছেন সেরার সেরা লক্ষ্যে পৌঁছনো জন্য। ‘সেরা জায়গায় পৌঁছনোটা আমার লক্ষ্য। আর তার জন্য পরিশ্রম করছি। খেলাটাকে এখনও উপভোগ করছি। ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড এবং আমার টিমমেটরা সাফল্য পেতে অনেক সাহায্য করেছে। এই ক্লাবের হয়ে গোল করাটা সব সময় তৃপ্তি দিয়েছে। হ্যাটট্রিক পেলে তো কথাই নেই। তবে আমার আসল লক্ষ্য হল যে ম্য়াচেই নামি না কেন তা জেতা, ট্রফি জেতা।’

Next Article