Lionel Messi : ‘সিদ্ধান্ত বদলাইনি’, বলছেন লিও মেসি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 14, 2023 | 2:05 AM

Lionel Messi FIFA World Cup 2026 : মেসি ঘোষণা করে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা। সেই থেকেই জল্পনা চলছে, পরবর্তী বিশ্বকাপেও কি খেলবেন মেসি?

Lionel Messi : ‘সিদ্ধান্ত বদলাইনি’, বলছেন লিও মেসি
Image Credit source: twitter

Follow Us

বেজিং: লিওনেল মেসি কি শেষ বিশ্বকাপে খেলে ফেলেছেন? কাতার বিশ্বকাপের আগে মেসি ঘোষণা করেছিলেন, তাঁর শেষ বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে কিছু খোলসা করেননি। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে অবশেষে ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে আর্জেন্টিনার। আগামী বিশ্বকাপ হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়। লিও মেসির ক্লাব ফুটবল ভবিষ্যৎ নিয়ে কিছুদিন আগেও জল্পনা চলছিল। সৌদি আরবের ক্লাব আল হিলালের তরফে বিপুল অর্থের প্রস্তাব ছিল। তেমনই বার্সেলোনায় ফেরার জল্পনাও চলছিল। যদিও মেসি ঘোষণা করে দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে সই করছেন তিনি। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা। সেই থেকেই জল্পনা চলছে, পরবর্তী বিশ্বকাপেও কি খেলবেন মেসি? বিস্তারিত TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন চিনের বেজিং শহরে রয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেজিংয়ে একটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা। লিও মেসি রয়েছেন দলের সঙ্গেই। পরবর্তী বিশ্বকাপ নিয়ে সমস্ত জল্পনা পরিষ্কার করলেন আর্জেন্টিনা অধিনায়ক। জানিয়ে দিয়েছেন, মত বদলাননি তিনি। কাতারেই যে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, বলাই যায়। মেসি বলছেন, ‘কেরিয়ারে বিশ্বকাপের অভাব ছিল। আমি সন্তুষ্ট এবং কেরিয়ারে যা কিছু পেয়েছি, তাতে গর্বিত। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মেসি আরও যোগ করেন, ‘যেমনটা আগে বলেছিলাম, আমার মনে হয় না পরবর্তী বিশ্বকাপে খেলব। এ বিষয়ে নিজের মত বদলাইনি। আমি বিশ্বকাপ দেখতে উপস্থিত থাকবো। তবে খেলবো না এটুকু বলতে পারি।’ সাত বার ব্যালন ডি’অর জিতেছেন লিও মেসি। তবে ব্যক্তিগত সাফল্য নয়, দলগত প্রাপ্তিকেই প্রাধান্য লিওর। বলছেন, ‘ব্যালন ডি অর! কেরিয়ারের এই প্রান্তে দাঁড়িয়ে বলতে পারি, সেটা পাওয়া হয়তো ভালো। তবে এটা পেলেও কিছু পরিবর্তন হবে বলে মনে করি না।’

প্রিয় মেসিকে ফের বার্সেলোনায় দেখা যেতে পারে, এই জল্পনাতেই আনন্দে আত্মহারা হয়েছিলেন সমর্থকরা। সেই প্রসঙ্গে মেসি বলছেন, ‘যদিও আমি সেখানে ছিলাম না, তারপরও সকলে আমার নামে ধ্বনি দিয়েছে। কিছুটা হলেও অবাক করার মতোই। বহু বছর কাটিয়েছি। বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্ক এমনই গভীর।’