AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

I League 2022-23: হার দিয়ে আই লিগ অভিযান শুরু মহমেডানের

Mohammedan SC: মহমেডান গোলরক্ষক আরও একটু তৎপর হলে হয়তো গোল বাঁচানো সম্ভব হত। গোলরক্ষক জোথানমাবিয়ার হাত ফসকেই গোলে বল ঢোকে। খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ অবধি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে গোকুলম।

I League 2022-23: হার দিয়ে আই লিগ অভিযান শুরু মহমেডানের
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 12, 2022 | 10:49 PM
Share

মাঞ্জেরি : আই লিগ (I League 2022-23) অভিযানের শুরুতে হার। তবে গত বারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে অনবদ্য লড়াই মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। গত বারের চ্যাম্পিয়ন গোকুলম কেরালা (Gokulam Kerala FC) এফসি মাত্র ১-০ গোলে হারাল মহমেডানকে। গত বারের চ্যাম্পিয়নদের কোনওরকমে জয়ই বলা যায়। ম্যাচের এক মাত্র গোলটি করেন ক্যামেরুনের স্ট্রাইকার অগস্তে জুনিয়র। ম্যাচের ৫৭ মিনিটে তাঁর করা এক মাত্র গোলই নির্ণায়ক হয়ে দাঁড়ায়। অ্যাওয়ে ম্যাচে দাপুটে ফুটবল খেলে গত বারের রানার্স মহমেডান স্পোর্টিং।

গোকুলমের সমর্থনে মলপ্পুরম স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে প্রায় ৮ হাজার সমর্ক ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল দেখা যায় গোকুলম কেরালা এবং মহমেডানের। ঘরের মাঠে শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল গোকুলম। বক্সের মধ্যে অনবদ্য পাস বাড়িয়েছিলেন নফেল। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অন্য দিকে, মহমেডান স্পোর্টিংও জোড়া ফ্রি-কিক পায়। প্রথমার্ধে দুটি ফ্রি-কিক খুবই সুন্দর জায়গায় পেলেও কাজে লাগাতে পারেনি সাদা-কালো ব্রিগেড।

বিরতির পর বাড়তি তাগিদ নিয়ে খেলতে দেখা যায় গোকুলমকে। মহমেডানও জমি ছাড়তে নারাজ। তবে অনবরত আক্রমণে কিছুটা অস্বস্তিতে পড়ে মহমেডান স্পোর্টিং। গোকুলম মরিয়া চেষ্টার পুরস্কার পায় দ্রুতই। তাদের আফগান মিডফিল্ডার ফার্শাদ নুর মহমেডান বক্সের সামনে ছোট্ট পাস দেন অগস্তে জুনিয়রকে। তিনি গোলে শট করেন। মহমেডান গোলরক্ষক আরও একটু তৎপর হলে হয়তো গোল বাঁচানো সম্ভব হত। গোলরক্ষক জোথানমাবিয়ার হাত ফসকেই গোলে বল ঢোকে। খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ অবধি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে গোকুলম। এই ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে মহমেডানকে।