আইলিগের স্বপ্ন শেষ মহমেডানের

Mar 21, 2021 | 7:24 PM

রবিবার আইলিগের (I League) চ্যাম্পিয়নশিপ পর্বে ডু আর ডাই ম্যাচ ছিল মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan)। গোকুলামের (Gokulam) কাছে হেরে এ বারের আইলিগের স্বপ্ন শেষ সাদা কালো ব্রিগেডের।

1 / 5
গোকুলার কেরালার বিরুদ্ধে ২-১ গোলে হার মহমেডানের।

গোকুলার কেরালার বিরুদ্ধে ২-১ গোলে হার মহমেডানের।

2 / 5
এদিন গোল পেলেন না অধিনায়ক পেড্রো মাঞ্জি।

এদিন গোল পেলেন না অধিনায়ক পেড্রো মাঞ্জি।

3 / 5
সাদা কালোর হয়ে একমাত্র গোল সুজিত সাধুর।

সাদা কালোর হয়ে একমাত্র গোল সুজিত সাধুর।

4 / 5
এখনও একটি ম্যাচ বাকি শঙ্করলালের দলের।

এখনও একটি ম্যাচ বাকি শঙ্করলালের দলের।

5 / 5
 ১৪ ম্যাচে ২০ পয়েন্ট মহমেডানের।

১৪ ম্যাচে ২০ পয়েন্ট মহমেডানের।

Next Photo Gallery