রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ২-১ হার মহামেডানের।
ম্যাচের ৩৩ মিনিটে দানিস ফারুখ ভাটের গোলে এগিয়ে যায় রিয়াল কাশ্মীর।
৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কাশ্মীরের হয়ে ব্যবধান বাড়ান ম্যাসন রবার্টসন।
৭২ মিনিটে মহামেডানের হয়ে এক গোল শোধ করেন অধিনায়ক পেড্রো মানজি।
১৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে আই লিগ অভিযান শেষ করল শঙ্গরলালের ছেলেরা।(সৌজন্যে-আইলিগ টুইটার)