Mohun Bagan: হাবাসের হুঙ্কার, ‘আমি কোনওদিন ডার্বি হারিনি’

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 02, 2024 | 7:43 PM

Antonio Lopez Habas on ISL Derby: এ মরসুমের আগে টানা আটটি ডার্বি জিতেছে মোহনবাগান। কোচ হিসেবে প্রথম কলকাতা ডার্বি ২-০ ব্যবধানে জিতেছিলেন হাবাস। এর পরের ডার্বিতে ৩-১ ব্যবধানে জয়। তৃতীয় ডার্বিতে ৩-০। হাবাসের তিনটি ডার্বিতে ৮ গোল করেছে মোহনবাগান। এ মরসুমে অবশ্য ইস্টবেঙ্গল এগিয়ে। তিনটি ডার্বির মধ্যে দুটি জিতেছে ইস্টবেঙ্গল। সদ্য সুপার কাপ জিতেছে লাল-হলুদ। এ বারের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই জমবে বলেই মনে করেন হাবাস।

Mohun Bagan: হাবাসের হুঙ্কার, আমি কোনওদিন ডার্বি হারিনি
Image Credit source: X

Follow Us

কলকাতা: সুপার কাপের গ্রুপ পর্বের ডার্বিতে আন্তোনিও লোপেজ হাবাস যদি টেকনিক্যাল এরিয়ায় থাকতেন? হতেই পারে, ব্যবধান অন্যরকম হতে পারতো। এর নিশ্চয়তা দেওয়া না গেলেও হাবাসের উপস্থিতি যে পার্থক্য গড়ে দিতে পারতো, বলাই যায়। শনিবার তিনি টেকনিক্যাল এরিয়ায় থাকবেন। উল্টোদিকে কার্লেস কুয়াদ্রাতের মতো কোচ। দুই স্প্যানিশ কোচের মস্তিষ্কের লড়াইয়ে যে শনিবারের ডার্বি জমজমাট হবে, এ কথা বলাই যায়। তার আগে যেন তাল ঠুকলেন হাবাস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিদেশি কোচের মধ্যে ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তেমনই ছাপ ফেলছেন কার্লেস কুয়াদ্রাতও। শনিবার মেগা ম্যাচে মুখোমুখি দুই কোচ। তার আগে হাবাস মনে করিয়ে দিলেন, ‘কলকাতা ডার্বির গুরুত্ব আমি জানি। এই ৯০ মিনিট সমর্থকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভুলছি না। ডার্বিতে আমার কোনও খারাপ অভিজ্ঞতা নেই। আমি কোনওদিন হারিনি।’

এ মরসুমের আগে টানা আটটি ডার্বি জিতেছে মোহনবাগান। কোচ হিসেবে প্রথম কলকাতা ডার্বি ২-০ ব্যবধানে জিতেছিলেন হাবাস। এর পরের ডার্বিতে ৩-১ ব্যবধানে জয়। তৃতীয় ডার্বিতে ৩-০। হাবাসের তিনটি ডার্বিতে ৮ গোল করেছে মোহনবাগান। এ মরসুমে অবশ্য ইস্টবেঙ্গল এগিয়ে। তিনটি ডার্বির মধ্যে দুটি জিতেছে ইস্টবেঙ্গল। সদ্য সুপার কাপ জিতেছে লাল-হলুদ। এ বারের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই জমবে বলেই মনে করেন হাবাস।

আইএসএলে মরসুমের প্রথম ডার্বি নিয়ে বলছেন, ‘আমরা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টিম। অনেক ক্ষেত্রে ডার্বির শুরুটা হয় একরকম, শেষটা একেবারেই অন্যরকম। স্কোর নিয়ে না ভেবে আমাদের ভালো খেলতে হবে। এই মুহূর্তে ইস্টবেঙ্গল খুবই ভালো দল। ওদের দারুণ কোচ রয়েছে। ওরাও জিততে চায়। ফুটবল জেতার জন্যই, হার কিংবা ড্রয়ের জন্য নয়। ওরাও জিততেই নামবে। কলকাতা ডার্বি জেতা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আমিও জানি।’

Next Article