IFA, Madan Mitra: মদন মিত্রর গড়াপেটার অভিযোগ নিয়ে পদক্ষেপ আইএফএ-র

Calcutta Football League: আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'গড়াপেটার সঙ্গে আইএফএর কী সংযোগ রয়েছে, এই প্রশ্নটাই বোধ হয় ভুল। মদন মিত্র মহাশয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সম্মানীয় ব্য়ক্তি। আমার সঙ্গে ব্য়ক্তিগত সম্পর্কও খুবই ভালো। ক্লাবের জায়গায় ব্য়ক্তিগত সম্পর্ক আসে না। এই চেয়ারে বসে আমাকে সব ক্লাবকে সমান চোখে দেখতে হয়।' আইএফএ-র মিটিংয়ে অবশ্য় নজর ছিল মদন মিত্রর অভিযোগ নিয়ে। কলকাতা লিগে গড়াপেটার গুরুতর অভিযোগ তুলেছেন মদন মিত্র।

IFA, Madan Mitra: মদন মিত্রর গড়াপেটার অভিযোগ নিয়ে পদক্ষেপ আইএফএ-র
Image Credit source: TV9 Bangla Graphics

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 28, 2023 | 10:10 PM

কলকাতা: ময়দানে তুলকালাম। একটি ফেসবুক লাইভে কলকাতা লিগ নিয়ে নানা অভিযোগ মদন মিত্রর। কামারহাটির বিধায়ক মদন মিত্র বেলঘরিয়া ক্লাবের সর্বেসর্বাও। তিনিই গড়াপেটার অভিযোগ তুলেছেন। শুধু তাই নয় আইএফএ-র বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ঘটনার পপরই মিটিংয়ে বসে আইএফএ। আরও নানা বিষয়েই আলোচনা হয়। মদন মিত্রর অভিযোগ নিয়েও কথা বলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘গড়াপেটার সঙ্গে আইএফএর কী সংযোগ রয়েছে, এই প্রশ্নটাই বোধ হয় ভুল। মদন মিত্র মহাশয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সম্মানীয় ব্য়ক্তি। আমার সঙ্গে ব্য়ক্তিগত সম্পর্কও খুবই ভালো। ক্লাবের জায়গায় ব্য়ক্তিগত সম্পর্ক আসে না। এই চেয়ারে বসে আমাকে সব ক্লাবকে সমান চোখে দেখতে হয়।’ আইএফএ-র মিটিংয়ে অবশ্য় নজর ছিল মদন মিত্রর অভিযোগ নিয়ে। কলকাতা লিগে গড়াপেটার গুরুতর অভিযোগ তুলেছেন মদন মিত্র। সে প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘এই গড়াপেটার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। আমরা একটা কমিটি গড়েছি। সেই কমিটিই এটা আলোচনা করে দেখবে। এই কমিটিই তদন্ত পুরো বিষয়টি তদন্ত করে দেখবে যে আদৌ গড়াপেটা হয়েছিল কিনা।’

মদন মিত্রর অভিযোগ নিয়ে আরও খোলসা করেন, ‘ওনার দুটো অভিযোগ ছিল। এক- মহমেডান এসি দল তুলে নেওয়ার। মহমেডান এসি লিখিত জানিয়েছিল, ওরা টিম নামাচ্ছে না। চিঠি নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলি। মহমেডান এসি জানায়, আগের ম্যাচে টিমের বিশ্রী রেজাল্ট হওয়ায় শেষ ম্য়াচে টিম নামাতে চাইছে না। আরও একটা ম্যাচে বিশ্রী ফল হলে ক্লাবের নাম খারাপ হবে। সে কারণেই এমন সিদ্ধান্ত বলে জানায়, মহমেডান এসি।’ আইএফএ সচিব জানান, প্রতি বছরই লিগে এমন অনেক দলই ওয়াকওভার দেয়। সেই টিমগুলি আগে থেকে লিখিত দিয়ে জানালে, আইএফএ সেটায় সম্মতি দেয়।

অনুশীলনী ক্লাব শেষ দু-ম্যাচে ১৩ গোল করা নিয়ে প্রশ্ন করা হয়। বেলঘরিয়ার সঙ্গে ম্য়াচের আগেই সরে দাঁড়াল কেন মহমেডান এসি। সেই প্রসঙ্গেও মহমেডানের লিখিত আবেদনের কথা তুলে ধরেন আইএফএ সচিব। আইএফএর গড়া এই কমিটি তবুও তদন্ত করবে বলে জানান। লিগের মাঝেই টালিগঞ্জ ম্য়াচ নিয়ে পুলিশকে তদন্তের অনুরোধ করেছিল আইএফএ। সেই প্রসঙ্গে বলেন, ‘সে সময় যেহেতু আর্থিক লেনদেনের অভিযোগ ছিল, তাই পুলিশকে তদন্তের অনুরোধ করেছিলাম। এক্ষেত্রে এখনও অবধি এমন কোনও অভিযোগ নেই। এখানে পয়েন্ট দেওয়া-নেওয়া হয়েছে কিনা, সেটা অবশ্যই তদন্ত করে দেখা হবে।’ মদন মিত্র আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন। এটা নিয়ে অবশ্য কোনও বিরূপ মন্তব্য করছেন না আইএফএ সচিব।