IFA, Madan Mitra: মদন বাণে বিদ্ধ আইএফএ-র তদন্ত কমিটি গঠন

Calcutta Football League: সুপার ডিভিশনের দুটো গ্রুপ থেকে প্রথম তিনটে দল কোয়ালিফাই করবে সুপার সিক্সে। সেখান থেকে চারটে দল কোয়ালিফাই করবে প্রিমিয়ার ডিভিশনে। সুপার সিক্সে কোয়ালিফাই করতে না পারায় প্রিমিয়ারে খেলার সুযোগ হাতছাড়া হয় বেলঘরিয়া অ্যাথলেটিকের। শোনা যায় 'ময়দানী সমঝোতা'ই বেলঘরিয়ার রাস্তা আটকে দেয়। ঘটনাটা হয়তো অনেকের কাছে একদম পরিষ্কার। কিন্তু দিনে দুপুরে এমন গড়াপেটার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপও নিতে পারেনি আইএফএ।

IFA, Madan Mitra: মদন বাণে বিদ্ধ আইএফএ-র তদন্ত কমিটি গঠন
Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 8:03 PM

কলকাতা: কয়েকদিন আগে এক ফেসবুক লাইভে বাংলার ফুটবলে ঝড় তুলে দিয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মদন বাণে বিদ্ধ হয়েছিল আইএফএ। একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন বাংলার ফুটবলার সংস্থার বিরুদ্ধে। এমনকি ‘টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে আইএফএ’-এমন মন্তব্যও শোনা গিয়েছিল কামারহাটির বিধায়কের গলায়। প্রথম ডিভিশনের খেলায় মদনের ক্লাব বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে দল নামায়নি মহমেডান এসি। এ নিয়েই শুরু যাবতীয় বিতর্ক। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মহমেডান এসি ওয়াকওভার দেওয়ায় মদনের ক্লাব তিন পয়েন্ট পেলেও, গোল পার্থক্যের কারণে কোয়ালিফাই করতে পারেনি সুপার সিক্সে। কারণ, সুপার ডিভিশনের দুটো গ্রুপ থেকে প্রথম তিনটে দল কোয়ালিফাই করবে সুপার সিক্সে। সেখান থেকে চারটে দল কোয়ালিফাই করবে প্রিমিয়ার ডিভিশনে। সুপার সিক্সে কোয়ালিফাই করতে না পারায় প্রিমিয়ারে খেলার সুযোগ হাতছাড়া হয় বেলঘরিয়া অ্যাথলেটিকের। শোনা যায় ‘ময়দানী সমঝোতা’ই বেলঘরিয়ার রাস্তা আটকে দেয়। ঘটনাটা হয়তো অনেকের কাছে একদম পরিষ্কার। কিন্তু দিনে দুপুরে এমন গড়াপেটার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপও নিতে পারেনি আইএফএ।

মদনের অভিযোগের পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন, ‘কোনও দল ওয়াকওভার দিতেই পারে। আর ওয়াক ওভার দিলে বিপক্ষ দল তিন পয়েন্ট পাবে। এটা তো আইএফএ-র সংবিধানেই আছে। মহমেডান এসি চিঠি দিয়েই ওয়াকওভারের কথা আগে থেকে জানিয়েছিল। মদন মিত্র প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। উনি গড়াপেটার অভিযোগ তুলতেই পারেন। কিন্তু এর সঙ্গে আইএফএ-র কী সম্পর্ক আমি জানি না।’ আইএফএ-তে গিয়ে বিক্ষোভ দেখানোর হুমকিও দিয়েছিলেন মদন মিত্র।

লিগের ম্যাচে গড়াপেটা হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে আগেই তদন্ত কমিটি গঠনের কথা বলেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। সোমবার সেই কমিটি গঠন করল আইএফএ। পাঁচজনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন কলকাতা পুলিশের প্রাক্তন অ্যাসিসট্যান্ট কমিশনার অলোক ঘোষ, আইনজীবী অপূর্ব কুমার ঘোষ, প্রাক্তন ফিফা রেফারি প্রদীপ নাগ, প্রিমিয়ার ও প্রথম ডিভিশন কলকাতা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস। পঞ্চম ব্যক্তি এখনও চূড়ান্ত হয়নি।