শংসাপত্রে সুব্রত পালের সই

সোমবার ১৬ আগস্ট। ফুটবলপ্রেমী দিবস। প্রতি বছরই এই দিনে আইএফএ-র তরফ থেকে রক্তদান শিবিরের (Blood Donation camp) আয়োজন করা হয়।

শংসাপত্রে সুব্রত পালের সই
শংসাপত্রে সুব্রত পালের সই (সৌজন্যে-টুইটার)

| Edited By: raktim ghosh

Aug 13, 2021 | 9:36 AM

কলকাতা: সোমবার ১৬ আগস্ট। ফুটবলপ্রেমী দিবস। প্রতি বছরই এই দিনে আইএফএ-র তরফ থেকে রক্তদান শিবিরের (Blood Donation camp) আয়োজন করা হয়। এ বার ৪১ তম ফুটবলপ্রেমী দিবস। ১৯৮০ সালের ১৬ আগস্ট ইডেন গার্ডেন্সে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের খেলা দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৬ জন মারা যান। এরপর থেকেই এই দিনটিকে ফুটবলপ্রেমী দিবস হিসেবে পালন করা হয়।

রক্তদাতাদের শংসাপত্রে এ বার থাকবে গোলকিপার সুব্রত পালের (Subrata Pal) সই। কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হবে রক্তদান শিবির। চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলকাতা ছাড়াও দুই মেদিনীপুর, দার্জিলিং, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর ও হুগলির বেশ কয়েকটি জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

গত বছর মোট ৮৯৬ জন রক্ত দান করেছিলেন। গত বছর শংসাপত্রে সই করেছিলেন প্রাক্তন গোলকিপার তনুময় বসু।