বার্সেলোনা : ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) সঙ্গে দীর্ঘ ৭ বছরের সম্পর্কে ইতি টানলেন জার্মান তারকা ইকে গুন্দোগান (Ilkay Gundogan)। ম্যান সিটির ট্রেবল জয়ের পর থেকে গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ম্যান সিটি ছেড়ে কাতালান ক্লাবে যোগ দিতে পারেন গুন্দোগান। এ বার সেই জল্পনাই সত্যি হল। ফ্রি ট্রান্সফারে লিওনেল মেসির পুরনো ক্লাব বার্সেলোনায় (Barcelona) যোগ দিলেন জার্মান মিডফিল্ডার ইকে গুন্দোগান। আজ, সোমবার ২৬ জুন বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ইকে গুন্দোগানের দলে যোগ দেওয়ার খবর ঘোষণা করা হল। কাতালান ক্লাবে কোন চুক্তিতে সই করেছেন ম্যান সিটির প্রাক্তন অধিনায়ক? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ম্যান সিটিতে চুক্তি শেষ হওয়ার পর তিনি কাতালান ক্লাবের পথে পা বাড়িয়েছেন। আগামী ২ মরসুম ইকে গুন্দোগানকে দেখা যাবে বার্সার জার্সিতে। ২০২৫ সালের ৩০ জুন অবধি কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ইকে গুন্দোগান। তাঁর বাইআউট ক্লজ নির্ধারণ করা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।
???????? ???? İlkay Gündoğan joins FC Barcelona!
— FC Barcelona (@FCBarcelona) June 26, 2023
২০১৬ পেপ গুয়ার্দিওলা যখন ম্যাঞ্চেস্টার সিটির কোচ হন, তারপর ওই দলে যোগ দেন ইকে গুন্দোগান। বার্সায় যোগ দেওয়ার আগে, সিটিতে কাটানো দারুণ সময়ের কথা মনে করে গুন্দোগান জানান, এই ক্লাবে তিনি দারুণ সময় কাটিয়েছেন। কোচ পেপ ও সতীর্থদের ধন্যবাদও জানান তিনি। সিটিতে তাঁর অনেক স্বপ্নপূরণ হয়েছে। তাই ওই ক্লাবের প্রতি তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন। দিনকয়েক আগে ম্যান সিটির ট্রেবল জয়ের পিছনেও গুন্দোগানের ভূমিকা অনস্বীকার্য।
গত ৭ বছরে ম্যাঞ্চেস্টার সিটিকে অনেক কিছু দিয়েছেন ইকে গুন্দোগান। পাঁচ বার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেতান জিতেছেন তিনি। এ বার সিটির হয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগও জেতেন গুন্দোগান। ইংল্যান্ডে গত সাত মরসুমে তিনি ৬০টি গোল করেছেন। ইকে গুন্দোগান ম্যান সিটি ছাড়ার পর টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের আবেগ প্রকাশ করেছেন। গত সাত বছর সিটির জার্সিতে কেমন কেটেছে, সে কথা উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, ম্যান সিটি সব সময় তাঁর হৃদয়ে থাকবে।
After 7 years a wonderful time ends. You made me realize all my dreams. ?? I will carry you forever in my heart. Once a blue, always a blue! Thank you @ManCity! ??? pic.twitter.com/YLCrsJU0TG
— Ilkay Gündogan (@IlkayGuendogan) June 26, 2023
এ বার পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কিদের সঙ্গে কাতালান ক্লাবে আগুন ঝরাতে দেখা যাবে ইকে গুন্দোগানকে।