EURO 2020: শেষ আটেও হ্যারি কেনদের পিছু ছাড়ছে না জার্মানি
ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে ম্যাচেও হ্যারি কেনদের সামনে থাকছে জার্মান কাটা।
রোম: জার্মানিকে (Germany) প্রি কোয়ার্টার ফাইনালে হারিয়ে ইউরো কাপের (Euro Cup) কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড (England)। শেষ আটেও ইংল্যান্ডের পিছু ছাড়ছে না জার্মানি। ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে ম্যাচেও হ্যারি কেনদের সামনে থাকছে জার্মান কাটা।
ইংল্যান্ড-ইউক্রেন (England vs Ukraine) কোয়ার্টার ফাইনালের (Quarter Final)ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন জার্মান রেফারি। এমনকি মোট ৮ জন ম্যাচ অফসিয়ালের মধ্যে ৭ জনই জার্মানির। শুধু চতুর্থ রেফারি স্পেনের নাগরিক। ইংল্যান্ড বনাম ইউক্রেন ম্যাচে রেফারিং করবেন জার্মানির ফেলিক্স ব্রাইখ। সহকারী রেফারির ভূমিকায় থাকবেন জার্মানির স্টেফান লুপ আর মার্ক বর্খ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকা মোট ৪ জনই জার্মানির।
ফেলিক্স ব্রিখ প্রি কোয়ার্টার ফাইনালে (Pre Quarter Final) পর্তুগাল-বেলজিয়াম (Portugal vs Belgium) ম্যাচে রেফারিং করিয়েছেন। সেই ম্যাচে দুই দলের মোট ৫ ফুটবলার হলুদ কার্ড দেখেন। ইউক্রেন- নেদারল্যান্ডস ম্যাচেও রেফারিং করিয়েছিলেন ফেলিক্স।
কোয়ার্টার ফাইনালে ৭ জার্মান রেফারিকে দেখে সোশ্যাল নেটওয়ার্কে উয়েফার মুণ্ডপাত করছেন ইংরেজ সমর্থকরা। যদিও ম্যাচ পরিচালনার ক্ষেত্রে রেফারিকে সৎ এবং নিরপেক্ষ দায়িত্বই পালন করতে হয়।
আরও পড়ুন: EURO 2020 : স্টার্লিংয়ের পায়ে বন্দুক!