AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AFC Women’s Asian Cup: মেয়েদের এশিয়ান কাপের টিম ঘোষণা কোচ ডিনার্বির

তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল দিয়েই দল বেছেছেন ভারতীয় টিমের কোচ, এমনই বলছেন ডিনার্বি।

AFC Women's Asian Cup: মেয়েদের এশিয়ান কাপের টিম ঘোষণা কোচ ডিনার্বির
মেয়েদের এএফসি এশিয়ান কাপ ট্রফি (ছবি-ইন্ডিয়ান ফুটবল টিম টুইটার)
| Edited By: | Updated on: Jan 11, 2022 | 8:52 PM
Share

কোচি: মেয়েদের এএফসি এশিয়ান কাপের জন্য ২৩ জনের চূড়ান্ত টিম বেছে নিলেন থমাস ডিনার্বি। ২০ জানুয়ারি ইরানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। দ্বিতীয় ম্যাচ ২৩ জানুয়ারি, চাইনিজ তাইপের বিরুদ্ধে। গ্রুপ লিগের শেষ ম্যাচ ২৬ জানুয়ারি, চিনের বিরুদ্ধে। ছ’মাসেরও বেশি অদিতি চৌহান, মণীষা কল্যাণদের নিয়ে শিবির করেছেন ডিনার্বি। কোচিতে শেষবেলার শিবিরের পর ঘোষণা করলেন পুরো টিম।

তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল দিয়েই দল বেছেছেন ভারতীয় টিমের কোচ, এমনই বলছেন ডিনার্বি। তাঁর কথায়, ‘টিমে বেশ কিছু ভালো মানের তরুণ ফুটবলার রয়েছে। তেমনই অভিজ্ঞ ফুটবলারও পেয়েছি। তরুণ ফুটবলাররা নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছে। অভিজ্ঞ ফুটবলাররা আবার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করবে। তারুণ আর অভিজ্ঞতা টিমে একটা ভারসাম্য এনে দেবে।’

ভারতের পুরো টিম: গোলকিপার- অদিতি চৌহান, মাইবাম লিনথোইঙ্গাম্বি, সোমিয়া নারায়ণস্বামী ডিফেন্ডার- ডালিমা চিব্বার, সুইটি দেবী নাংবাম, ঋতু রানি, আশালতা দেবী, মণীষা পান্না, হেমাম সিল্কি দেবী, সঞ্জু যাদব মিডফিল্ডার- ইয়ুমনাম কমলা দেবী, অঞ্জু তামাং, কার্তিকা অঙ্গমুথু, রতনবালা দেবী, প্রিয়াঙ্কা দেবী, ইন্দুমতী কাথিরিসান ফরোয়ার্ড- মণীষা কল্যাণ, গ্রেসি দাংমেই, পিয়ারি সাসা, রেনু, সুমতি কুমারী, সন্ধ্যা রঙ্গানাথন, মারিয়াম্মল বালামুরুগ্গান।

এক-একটা ম্যাচ ধরে এগোতে চাইছেন কোচ ডিনার্বি। তাঁর যুক্তি, ‘যদি খুব বেশি অঙ্ক নিয়ে ভাবতে কেউ, তা হলে সমস্যা হবেই। কোচ হিসেবে বলতে পারি, যা করা দরকার, তাই করব। কিন্তু সবটাই প্লেয়ারদের হাতে। ওরা মাঠে নেমে কী ভাবে নিজেদের মেলে ধরছে, তার উপরই সব কিছু নির্ভর করছে। ফুটবল এমন একটা খেলা, মুহূর্তগুলোকে জিততে জিততে এগোতে হয়।’