U17 Women’s World Cup 2022: শূন্য হাতে শেষ দুঃস্বপ্নের বিশ্বকাপ, অন্তিম ম্যাচেও ৫ গোল হজম ভারতের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 17, 2022 | 10:40 PM

মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কোর পর ব্রাজিল। তিন ম্যাচেই হার। ১৬টি গোল হজম। শূন্য হাতে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ শেষ ভারতের।

U17 Womens World Cup 2022: শূন্য হাতে শেষ দুঃস্বপ্নের বিশ্বকাপ, অন্তিম ম্যাচেও ৫ গোল হজম ভারতের
Image Credit source: Twitter

Follow Us

ভুবনেশ্বর: দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর পরিশ্রম, বিদেশের টিমের বিরুদ্ধে ম্যাচ খেলে শক্তি, দুর্বলতাগুলো দেখে নেওয়া। কাজে এল না কোনও কিছুই। অন্তত স্কোরশিটে। দীর্ঘ প্রতীক্ষিত অনূর্ধ্ব ১৭ মেয়েদের (U17 World Cup 2022) বিশ্বকাপে সোমবার অভিযান শেষ করল ভারত (India U17)। শেষ ম্যাচ ছিল ব্রাজিলের (Brazil U17) বিরুদ্ধে। এই টুর্নামেন্ট থেকে ভারতের বিশেষ কিছু পাওয়ার আশা ছিল না। তবে খেলায় অঘটন তো ঘটতেই পারে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গ্রুপ পর্বে ভারতের তিনটি ম্যাচে তেমন কিছু ঘটল না। মার্কিন যুক্তরাষ্ট্র, মরক্কোর পর ব্রাজিল। তিন ম্যাচেই হার। ১৬টি গোল হজম। শূন্য হাতে অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপ শেষ ভারতের।

                                                                                   ব্রাজিল- ৫: ভারত-০

প্রথম দুই ম্যাচে হেরে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামা। ব্রাজিলিয়ানদের গতি আর শক্তির সঙ্গে পেরে না উঠে প্রথমেই পিছিয়ে পড়েছিল ভারত। ১১ মিনিটে প্রথম গোল গ্লেচেনের। মাঝমাঠ থেকে আমরোর পাস থেকে ডান দিক থেকে ক্রস করে গোল করে গ্রেচন। প্রথমার্ধের দ্বিতীয় গোল করে অ্যালাইন। দ্বিতীয়ার্ধের মাঠে নেমেই গোল পায় ব্রাজিল। ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল অ্যালাইনের। রেবেকার পাস থেকে বিশ্বমানের গোল ব্রাজিলিয়ানের। ব্রাজিলের চতুর্থ গোলে অ্যালাইনের গোলের ছোঁয়া দেখা গিয়েছে। বক্সের কিনারায় বাঁ দিক থেকে পাস। সেটা ধরে দুর্ধর্ষ গোল করে লরা। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোল লরার। পেনাল্টি এরিয়া থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ ভারত। বল চলে যায় লরার পায়ে। দূরপাল্লার শট থেকে ফের পরাস্ত হয় মেলোডি। শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ৫ গোল হজম করেছে ভারত। খালি হাতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ করল দেশের মেয়েরা। তিনটি ম্যাচে মোট ১৬ গোল হজম ভারতের। একরাশ হতাশা নিয়ে টুর্নামেন্টকে বিদায় ভারতের।

বিপক্ষের জালে বল না জড়ালেও শেষ দুটি ম্যাচে ভারতের পারফরম্যান্স নিয়ে গর্ব হতেই পারে ভারতীয়দের। কোনও টুর্নামেন্ট শুরুর দিকে সাফল্য পাওয়াটা জরুরি। সেখান থেকেই মেলে আত্মবিশ্বাসের পুঁজি। সেটার অভাবে ভুগল দেশের মেয়েরা। বিশ্বকাপে মেয়েদের পারফরম্যান্স নিয়ে খুশি। ম্যাচের পর বলে দিলেন কোচ থমাস ডেনার্বি। অধিনায়ক ওরাওঁ স্ট্যান্ডের কাছে গিয়ে তিনটি ম্যাচে সমর্থনের জন্য ভুবনেশ্বর জনতাকে ধন্যবাদ জানায়। বিশ্বকাপ অভিযান শেষ হলেও অনেক কিছু শেখার আছে। ভারত কোন জায়গায় দাঁড়িয়ে নিজেরাই সেই প্রমাণ পেয়েছে মেয়েরা। তা সত্ত্বেও বলা যায় এই টুর্নামেন্ট ভারতের জন্য ঐতিহাসিক মূহূর্ত হয়ে থাকবে।