AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Football: এফসি ইনগোলস্ট্যাডের সঙ্গে গাঁটছড়া IFC-র, প্রবাসী ভারতীয়দের জন্য ফুটবলের নতুন দিগন্ত

Indian Tigers and Tigresses Campaign: শুধুমাত্র ভারতের নতুন প্রতিভাই নয়, প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকেও ফুটবল প্রতিভা তুলে আনার নতুন উদ্যোগ। জার্মানিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত খুদেদের প্রতিভা অন্বেষণ, ফুটবল প্রশিক্ষণ, তাদের উন্নতি এবং ভারত-জার্মানির ফুটবল সংস্কৃতিরও বিনিময় হবে এই উদ্যোগের মাধ্যমে।

Indian Football: এফসি ইনগোলস্ট্যাডের সঙ্গে গাঁটছড়া IFC-র, প্রবাসী ভারতীয়দের জন্য ফুটবলের নতুন দিগন্ত
Image Credit: OWN Arrangement
| Updated on: Apr 16, 2025 | 11:18 PM
Share

ভারতে ফুটবল প্রতিভা তুলে আনতে টিভি নাইন নেটওয়ার্কের সঙ্গে মিলিতভাবে কাজ করছে ইন্ডিয়ান ফুটবল সেন্টার। দেশের ২৮জন নতুন প্রতিভা ইন্ডিয়ান টাইগার অ্যান্ড টাইগ্রেস উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই জার্মানি ও অস্ট্রিয়ায় বিশ্বমানের প্রশিক্ষণ নিয়ে ফিরেছে। জার্মানি ও অস্ট্রিয়ায় রয়েছে ইন্ডিয়ান ফুটবল সেন্টার। জার্মানির আরও একটি ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধল ইন্ডিয়ান ফুটবল সেন্টার। শুধুমাত্র ভারতের নতুন প্রতিভাই নয়, প্রবাসী ভারতীয়দের মধ্যে থেকেও ফুটবল প্রতিভা তুলে আনার নতুন উদ্যোগ। জার্মানিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত খুদেদের প্রতিভা অন্বেষণ, ফুটবল প্রশিক্ষণ, তাদের উন্নতি এবং ভারত-জার্মানির ফুটবল সংস্কৃতিরও বিনিময় হবে এই উদ্যোগের মাধ্যমে।

জার্মানির এফসি ইনগোলস্ট্যাডের সঙ্গে ইন্ডিয়ান ফুটবল সেন্টারের (IFC) গাঁটছড়া বাঁধার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়েমেতর বিয়ের্সদর্ফার (CEO, FC Ingolstadt), আমির বশির (মিউনিখে কনসুলেট জেনারেল অব ইন্ডিয়া-বাণিজ্য, শিক্ষা এবং তথ্য দফতর), জেরাল্ড রিডল (প্রেসিডেন্ট, আইএফসি), কৌশিক মৌলিক (প্রেসিডেন্ট, আইএফসি), অরুনাভ মিত্র (TCG Digital-ইউরোপ অঞ্চলের প্রধান) এবং ভারতীয় বংশোদ্ভূত নতুন ফুটবল প্রতিভা ও তাদের পরিবার।

এই অনুষ্ঠানে জেরাল্ড রিডল বলেন, ‘আইএফসি এবং এফসি ইনগোলস্ট্যাডের এই সংযুক্তিকরণ ফুটবল প্রতিভা তুলে আনার ক্ষেত্রে বড় উদ্যোগ। নতুন প্রতিভাদের সেরা প্রশিক্ষণের ব্যবস্থা হবে এর মাধ্য়মে।’ ভারত-জার্মানির এই সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে আমির বশির বলেন, জার্মানিতে বসবাসকারী ভারতীয়দের মধ্যে দুর্দান্ত সুযোগ হয়ে দাঁড়াবে এই উদ্যোগ।

এফসি ইনগোলস্ট্যাডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দিয়েমেতর বিয়ের্সদর্ফার মনে করেন, দু-দেশের ফুটবল মানচিত্রে উজ্জ্বল অধ্যায় হয়ে উঠবে এই উদ্যোগ। সুন্দর খেলা ফুটবল আরও সুন্দর হয়ে উঠবে এবং সকলের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। স্পোর্টস এবং টেকনোলজির প্রসঙ্গে TCG Digital এর ইউরোপ অঞ্চলের প্রধান অরুনাভ মিত্রর মতে, ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার তুলে আনার কাজ যেমন হবে তেমনই তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থাও হবে। শুধু প্রশিক্ষণই নয়, তথ্যমূলক রেজাল্টের মাধ্য়মে তাদের উন্নতিও বোঝা যাবে।

অনুষ্ঠানে ইন্ডিয়ান ফুটবল সেন্টারের প্রেসিডেন্ট কৌশিক মৌলিক পুরো উদ্যোগের কারণে ভারতীয় ফুটবলের সুন্দর সফর প্রসঙ্গ তুলে ধরেন। নতুন প্রতিভা অন্বেষণ এবং তাদের মধ্যে যে দ্রুত ফুটবল সংস্কৃতির উন্নতি হচ্ছে সে বিষয়ে তাঁর পরিষ্কার বার্তা বা উদ্দেশ্যটা আরও একবার মনে করিয়ে দেন, ‘ইচ্ছে থাকলে, উপায় হয়।’ প্রবল ইচ্ছের ফলেই যে নানা উপায় বেড়িয়ে আসছে, ভারতীয় ফুটবলের উন্নতির পথ খুলছে, সেই প্রসঙ্গ তুলে ধরেন কৌশিক মৌলিক। আমির বশিরের হাতে ইন্ডিয়ান ফুটবল সেন্টারের জার্সিও তুলে দেন কৌশিক মৌলিক।