AFC U-20 Asian Cup: অজিদের বিরুদ্ধে লড়েও হারল অনূর্ধ্ব-২০ ভারতীয় দল

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের কোয়ালিফায়ারে এই নিয়ে পর পর দুটো ম্যাচে হারের মুখ দেখল ভারত।

AFC U-20 Asian Cup: অজিদের বিরুদ্ধে লড়েও হারল অনূর্ধ্ব-২০ ভারতীয় দল
AFC U-20 Asian Cup: অজিদের বিরুদ্ধে লড়েও হারল অনূর্ধ্ব-২০ ভারতীয় দলImage Credit source: AIFF

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 17, 2022 | 2:13 PM

কুয়েত: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ (AFC U-20 Asian Cup) আগামী বছর হবে উজবেকিস্তানে। ইরাকের পর অস্ট্রেলিয়ার (Australia) কাছেও হেরে যাওয়ায়, ভারতের (India) আগামী এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে অংশ নেওয়া কঠিন হয়ে দাঁড়াল। রবিরাতে কুয়েতের আলি সাবাহ আল-সালেম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারল ভারতের ছেলেরা। চার দলের গ্রুপে এই নিয়ে পর পর দুটো ম্যাচে হারল ব্লু টাইগার্সরা। এর আগে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে ইরাকের কাছে ৪-২ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

রবিরাতে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে ভারত। ১২ মিনিটের মাথায় অজি তারকা গারং কুল ভারতীয় বক্সের মধ্যে বল পেয়ে ডিফেন্ডার আমনদীপকে পাশ কাটিয়ে তা ভেঙে দেন। তাঁর গোলেই অস্ট্রেলিয়া এগিয়ে যায়। এরপর ৩২ মিনিটে দ্বিতীয় গোল খায় ভারত। জোসেফ ফোর্ড ডান দিক থেকে ক্রস পাঠান এবং ডিফেন্ডার বিকাশ ইউমনাম বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের জালেই জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধে কুয়েতে ভারত আশা জাগিয়েছিল। ভারতের অধিনায়ক গুরকিরত সিং ৬২ মিনিটের মাথায় এক গোল শোধ করেন। দ্বিতীয়ার্ধে গুরকিরত ব্যবধান কমানোর পর, ভারতের কাছে ৭৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু শেষ অবধি অজিরা আটকে দেন গুরকিরতকে।


ভারত ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও দুটি গোল খেয়ে যায়। ৮৬ মিনিটে আদ্রিয়ান সেজেসিক ভলি থেকে দুর্দান্তভাবে এক গোল করেন। ভারতের গোলকিপার সৈয়দ জাহিদ বুখারি আদ্রিয়ানের শট রুখতে ব্যর্থ হন। ইনজুরি টাইমে ম্যাক্স ক্যাপুটো কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। অজিরা ৪-১ জিতে মাঠ ছাড়েন।