U17 Women’s World Cup: পরপর দু ম্যাচে হার, মরক্কোর বিরুদ্ধে ৩ গোল হজম ভারতের
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচের থেকে এদিন ভারত বহুগুণ ভালো খেলেছে। যদিও তা যথেষ্ট ছিল না। প্রথম দুটি গোল সম্ভবত এড়ানো যেতে পারত।

ভুবনেশ্বর: শুরুটা ভালো হয়নি। আমেরিকার বিরুদ্ধে ৮ গোলে লজ্জার হার। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে শেষ ৪৫ মিনিটে পরাজয় স্বীকার করল ভারত। ফিফা অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিশ্বকাপে ৮ গোলে হারের ক্ষত নিয়ে শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে নেমেছিল কোচ থমাস ডেনার্বির মেয়েরা। ম্যাচটি ০-৩ গোলে হেরে গেলেও আয়োজক ভারতের পারফরম্যান্স মন্দের ভালো। ভারতীয়রা প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ। প্রথমার্ধে মরক্কোও সুযোগ পেয়েছিল। কিন্তু গোলকিপার মেলোডি চানু রক সলিডের মতো আগলে রেখেছিলেন গোল। ০-০ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল। দ্বিতীয়ার্ধে এল মাদানি দোহার পেনাল্টি থেকে লিড নেওয়ার পর মরক্কো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইয়াসমিন জৌহির এবং জেন্নাহ শেরিফ ৬১ এবং ৯১ মিনিটে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় গোল যোগ করে টুর্নামেন্টে পুরো পয়েন্ট আদায় করে নিল। আগের দিন ‘এ’ গ্রুপের আরও একটি ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্র করায় ভারত ও মরক্কো দুটো দলই কোয়ার্টার ফাইনালের লড়াই থেকে বাদ পড়েছে। ১৭ অক্টোবর ভারত শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে।
এদিন ৪৫ মিনিট পর্যন্ত মরক্কোর মেয়েদের আটকে রেখেছিল ভারত। গোলমুখে নেওয়া মরক্কোর বেশ কয়েকটি শট বাঁচিয়ে দেয় গোলকিপার মেলোডি চানু। প্রথমার্ধে মেয়েদের আগ্রাসী দেখিয়েছে। তবে মরক্কোর মেয়েদের সঙ্গে শারীরিক ক্ষমতা পেরে উঠছিল না। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ডেডলক ভাঙেন এল মাদানি দোহা। মোলোডির ভুলে দ্বিতীয় গোল পান মরক্কোর ক্যাপ্টেন জৌহির। দ্বিতীয়ার্ধে ভারতের হতাশাজনক পারফরম্যান্স ডোবাল ভারতকে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা আগেই চূর্ণ হয়েছিল। অন্তত ১ পয়েন্ট পেতে পারলে সেটাই হত বড় পাওনা। দ্বিতীয় ম্যাচে তা সম্ভব হল না।
FULL-TIME ⌛
That’s the end of the game tonight and Morocco seals the win and take away the 3️⃣ points against India.
?? 0-3 ??#INDMAR ⚔️ #U17WWC ? #BackTheBlue ? #ShePower ? #IndianFootball ⚽ pic.twitter.com/nhVUlJoYVX
— Indian Football Team (@IndianFootball) October 14, 2022
ম্যাচের পর অধিনায়ক অষ্টম ওরাওঁ বলেছে, “আমরা কঠিন লড়াই করেছি কিন্তু ম্যাচ হেরে গেলাম। ব্রাজিলের বিরুদ্ধে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব”। হেড কোচ থমাস ডেনার্বি বলেন, “এটি দলের (মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের থেকে) অনেক উন্নত পারফরম্যান্স ছিল। কিন্তু গোলরক্ষক (দ্বিতীয় গোল) সহ আমরা বেশ কিছু ভুল করেছি।”





