Indian Football-FIFA World Cup: ভারতে এ বার সিনিয়র ফুটবল বিশ্বকাপ? অপেক্ষা কয়েক বছরের

FIFA World Cup 2034: সৌদি আরব ফুটবল ফেডারেশনকে এই প্রস্তাব দিতে পারে এআইএফএফ। ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করবে সৌদি আরব। সেক্ষেত্রে মরুদেশ বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র পেলে আর তাদের সম্মতি মিললে ভারতের মাটিতে হতে পারে ফুটবল বিশ্বকাপের ম্যাচও। ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব। ফলে সৌদি আরব ও ভারতের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Indian Football-FIFA World Cup: ভারতে এ বার সিনিয়র ফুটবল বিশ্বকাপ? অপেক্ষা কয়েক বছরের
ভারতে বিশ্বকাপ?

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 18, 2023 | 1:41 PM

নয়াদিল্লি: সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করার ভাবনা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের। সূত্রের খবর, সৌদি আরব ফুটবল ফেডারেশনকে এই প্রস্তাব দিতে পারে এআইএফএফ। ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করবে সৌদি আরব। সেক্ষেত্রে মরুদেশ বিশ্বকাপ আয়োজনের ছাড়পত্র পেলে আর তাদের সম্মতি মিললে ভারতের মাটিতে হতে পারে ফুটবল বিশ্বকাপের ম্যাচও। কয়েক মাস আগেই সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে মউ স্বাক্ষর হয় ভারতীয় ফুটবল ফেডারেশনের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অক্টোবরে এএফসির একটি কংগ্রেস হয়েছিল। সেখানে ২০৩৪ সালে বিশ্বকাপ বিড করার জন্য সৌদি আরবকে সমর্থন করা হয়েছিল। ভারতও সমর্থন করেছিল সৌদি আরবকে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে এক্সিকিউটিভ কমিটি সদস্যদের জানিয়েছেন, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করার ভাবনা শুরু করে দেওয়া উচিত ভারতের। ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ভারত। এরপর অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপও হয়েছে ভারতে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট আয়োজন করার মতো পরিকাঠামো ও অভিজ্ঞতা দুইই যে রয়েছে ভারতের, তা নিয়ে সন্দেহ নেই। সবচেয়ে বড় কথা হল, ভারতে সিনিয়রদের বিশ্বকাপ আয়োজন করা হলে উপচে পড়বে গ্যালারি। ফিফাও চায়, ভারতের মতো বড় দেশে ফুটবলের বানিজ্যিকীকরণ সফল ভাবে করতে। সে ক্ষেত্রে সৌদির সঙ্গে যৌথ ভাবে যদি ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে চায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, ফিফাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

ফুটবল বিশ্বকাপে দল বাড়ছে ২০২৬ থেকেই। ৪৮টি দল অংশ নেবে। ২০৩৪ সালের বিশ্বকাপেও ৪৮টি দল অংশ নেবে। সব মিলিয়ে ১০৪টি ম্যাচ। এর মধ্যে ১০টি ম্যাচ ভারতে হতেই পারে। প্রস্তুতির জন্য অনেকটাই সময় রয়েছে। ফিফা আগেই জানিয়েছে, ২০৩৪ সালের বিশ্বকাপ এশিয়া-ওশিয়ানিয়া অঞ্চলেই হবে। তেমনই ২০৩০ সালের বিশ্বকাপ হবে আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকার কোনও এক দেশে। ২০২৭ সালে এএফসি এশিয়ান কাপ আয়োজন করবে সৌদি আরব। ফলে সৌদি আরব ও ভারতের যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।