SAFF Women’s Championship: মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম হার ভারতের
Blue Tigress: গত দুই ম্যাচে বড় জয়ের আত্মতুষ্টিই হোক কিংবা সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার স্বস্তি। গ্রুপের শেষ ম্যাচে এলেমেলো ফুটবলে হার ভারতের।

কাঠমাণ্ডু: মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে মলদ্বীপকে ৯-০’র বিশাল ব্যবধানে হারায় ব্লু টাইগ্রেস। অনবদ্য দুটি ম্যাচ উপহার দিয়েছিল ভারতীয় ফুটবল দল। মলদ্বীপের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ চার গোল করেছিলেন অঞ্জু তামাং। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় মহিলা ফুটবল দল। নিয়মরক্ষার ম্যাচে নজর ছিল পরীক্ষা নিরীক্ষায়ও। এদিন কোনও কিছুই ভারতের পক্ষে গেল না। গত দুই ম্যাচে বড় জয়ের আত্মতুষ্টিই হোক কিংবা সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ার স্বস্তি। গ্রুপের শেষ ম্যাচে এলেমেলো ফুটবলে বাংলাদেশের কাছে ০-৩ হার ভারতের। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয় মহিলা দলের প্রথম হার। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।
প্রথমার্ধেই ০-২ পিছিয়ে পড়ে ভারত। ম্যাচের মাত্র ১২ মিনিটে বাংলাদেশের প্রথম গোল জাহান স্বপ্নার। অ্যাসিস্ট শ্রীমতি সরকারের। ১০ মিনিটের ব্যবধানে বাংলাদেশকে ২-০ এগিয়ে দেন শ্রীমতি সরকার। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি ভারত। উল্টে দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জোড়া গোল এবং বাংলাদেশের স্কোর লাইন ৩-০ করেন জাহান স্বপ্না। ম্যাচে ফেরার বহু সুযোগ পেয়েছিল ভারত। বরং ম্যাচে এগিয়ে যেতে পারত ভারতের মেয়েরাই। ম্যাচের ১৯ মিনিটে ২২ গজ দূরে ফ্রি-কিক পায় ভারত। সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। মাঠে এসব গুরুত্ব রাখে না। যে ভালো খেলবে জয় তার। বাংলাদেশের আক্রমণের কোনও জবাব ছিল না ভারতীয় রক্ষণের কাছে। ম্যাচের ৩৭ মিনিটেই রক্ষণে পরিবর্তন করেন ভারতীয় দলের কোচ সুরেন ছেত্রী। জুলি কিষানের জায়গায় নামানো হয় মিকেল কাস্তানাকে।
দু’গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। উল্টে বাংলাদেশের তৃতীয় গোল আরও চাপে ফেলে ভারতীয় শিবিরকে। প্রথম দুই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছিলেন ডাংমেই গ্রেস এবং অঞ্জু তামাং। বাংলাদেশ মাঝমাঠ এবং রক্ষণ এই দু’জনকে কার্যত বোতলবন্দি করে রাখে। এরপরও ৭৩ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ আসে ভারতের কাছে। প্রতিপক্ষ রক্ষণ পেরিয়ে লঙ বল পান সৌম্য়া। শট মারেন সাইড নেটে। গত বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান।





