
কলকাতা: দেশের ফুটবলের হাল কি ফিরবে? আইএসএল কি আদৌ হবে এ বছর? হাজারও প্রশ্ন। উত্তর এখনও অজানা। ভারতীয় ফুটবলের সংকট দূর করতে দেশের ক্রীড়ামন্ত্রক আসরে নেমেছে আগেই। তবে এখনও সমস্যার কোনও সমাধান হয়নি। এদিন আইএসএল ক্লাবগুলোর সঙ্গে ফের একবার বৈঠকে বসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ভারতীয় ফুটবলের নতুন সংবিধান মেনে দেশের এক নম্বর লিগ পরিচালনার জন্য ক্লাবগুলোকে এদিন নতুন একটি প্রস্তাব দিল এআইএফএফ। মোট ২০ বছরের একটি মডেল তৈরি করেছে ফেডারেশন। যা দেখে আপাত ভাবে মনে হতে পারে, লিগ জট খুলছে।
ক্লাবগুলোর সামনে যে মডেল উপস্থাপনা করেছে এআইএফএফ, তাতে দেখা যাচ্ছে লিগ পরিচালনা করবে ফেডারেশন। যার ৫০ শতাংশ শেয়ার থাকবে ক্লাবগুলোর হাতে। ১০ শতাংশ শেয়ার থাকবে ফেডারেশনের হাতে। আর ৩০ শতাংশ শেয়ার দেওয়া হবে কমার্শিয়াল পার্টনারকে। বাকি ১০ শতাংশ শেয়ার ক্লাব অ্যালোকেশন ফিক্সড রেভিনিউ শেয়ার।
প্রথম বছরের লিগ শুরু করতে ৭০ কোটি টাকার বাজেট ঠিক করেছে ফেডারেশন। যেখানে ক্লাব পার্টিসিপেশন ফি হিসেবে প্রত্যেক ক্লাবকে ১ কোটি টাকা করে দিতে হবে। লিগ চালাতে তৈরি করা হবে সেন্ট্রাল অপারেশনাল বাজেট। কোন কোন খাতে সেই টাকা খরচ করা হবে তার মডেলও দেখানো হয়েছে ফেডারেশনের সেই উপস্থাপনায়।
ফেডারেশনের দেওয়া নতুন মডেলে ফিরছে প্রমোশন রেলিগেশন। এতবছর আইএসএল হলেও প্রমোশন রেলিগেশন হয়নি। এ নিয়ে বিভিন্ন ক্লাবেরই অভিযোগ ছিল। ক্লাবগুলোকে এদিন মডেল দেখানোর পর ২৯ তারিখ ফের একবার ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে ফেডারেশন। অপারেশন এক্সপেন্স, স্যালারি ক্যাপ নিয়ে সেদিন আলোচনা করা হবে।