Indian Football: মরসুম শেষ নয়, দলবদলে সরগরম ভারতীয় ফুটবল; কোন দলের টার্গেট কারা?
Indian Football Transfer News: বাংলার দুই প্রধানের দলবদলের কিছু খবর আমরা আগেও জানিয়ে ছিলাম। দল বদলে সরগরম ভারতীয় ফুটবলও। এবার নজর রাখা যাক ভারতীয় ফুটবলের বাকি ক্লাবগুলোর দিকে। দেশি থেকে বিদেশি কাদের দলে নিচ্ছে বাকিরা? কাদের দল গঠন কতদূর?

ভারতীয় ফুটবলের মরসুম শেষের পথে। মরসুমের শেষ টুর্নামেন্ট সুপার কাপ শুরু হবে আর কয়েক দিনের মধ্যে। তার আগেই পরবর্তী মরসুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক দল। বাংলার দুই প্রধানের দলবদলের কিছু খবর আমরা আগেও জানিয়ে ছিলাম। দল বদলে সরগরম ভারতীয় ফুটবলও। এবার নজর রাখা যাক ভারতীয় ফুটবলের বাকি ক্লাবগুলোর দিকে। দল বদলের বাজারে কী খবর বাকিদের? দেশি থেকে বিদেশি কাদের দলে নিচ্ছে বাকিরা? কাদের দল গঠন কতদূর?
কেরালা ব্লাস্টার্স: সম্প্রতি দলে যোগ দিয়েছেন নতুন স্প্যানিশ কোচ। দলে একাধিক পরিবর্তন আসবে সামনের মরসুমে, তা পরিষ্কার। মরসুম শেষের আগেই দল গোছানো শুরু ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি কেরালা ব্লাস্টার্সের। ওড়িশা এফসি থেকে নিজেদের দলে নিচ্ছে রাইট ব্যাক অময় রানেওয়াডেকে। ইতিমধ্যে খসড়া চুক্তি পত্রে সই করিয়েছে এই তারকা মুম্বইকরকে।
দেশি প্লেয়ারে পাশাপাশি বিদেশি স্ট্রাইকার স্পেনের সের্গিও ক্যাসলকে দলে নিচ্ছে সামনের মরসুমের জন্য। এই বিদেশী ফুটবলার এর আগে ভারতের ক্লাব জামশেদপুর এফসিতে এক বছর খেলেছিলেন। আবার ভারতীয় ফুটবলে ফিরছেন তিনি।
পঞ্জাব এফসি: জামশেদপুর এফসির ডিফেন্ডার মহম্মদ উভেসকে সামনের মরসুমের জন্য দলে নিচ্ছে পঞ্জাব এফসি। খুব সম্ভবত ২ বছরের চুক্তিতে পঞ্জাব এফসি তাঁকে দলে নিচ্ছে।
নর্থ ইস্ট ইউনাইটেড: দুর্দান্ত মরসুম কেটেছে নর্থ ইউনাইটেডের। গত মরসুমে আই লিগের সর্বাধিক গোলদাতা লালরিনজুয়ালা লালবিইয়ানিয়াকে দলে নিচ্ছে ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড।





