
নয়াদিল্লি: ২ দিনের নিউজ নাইন গ্লোবাল সামিটের অন্যতম আলোচনার বিষয় ছিল, কী ভাবে ফুটবল খোলিয়ে দেশ হিসেবে ভারতের উন্নতি সম্ভব। জার্মানির স্টুটগার্টে শুক্রবার এই বিষয়ই নজর কেড়ে নিল। ভারত-জার্মান গাঁটছড়ায় সংস্কৃতি, অর্থনীতি, প্রযুক্তি, দুই দেশের ব্যবসার পাশাপাশি ফুটবল অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ‘ইন্ডিয়া অ্যাজ় আ ফুটবলিং নেশন: আ জার্মান টেমপ্লেট’ শীর্ষক আলোচনায় অংশ নিলেন অনেকেই। ভারতে এই খেলার দিগদর্শন কী ভাবে বদলানো যায়, তা নিয়ে আলোচনাও হল। গুরুত্বপূর্ণ মতামতও রাখলেন দুই দেশের ফুটবল দুনিয়ার নামী মানুষরা। প্রতিভা তুলে আনা, পরিচর্যা করা, উন্নতির পথে এগিয়ে দেওয়া, তারকা করে তোলা। এই কর্মকাণ্ডে বুন্দেশলিগা হাত মিলিয়েছে টিভি নাইন নেটওয়ার্কের সঙ্গে।
চার প্যানেলিস্টের মধ্যে ছিলেন সুদেভা দিল্লি এফসির প্রতিষ্ঠাতা অনুজ গুপ্তও। তিনি নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ভারতের দরকার রোল মডেল। তাঁর কথায়, ‘আমাদের দরকার একটা পোস্টার বয়। যদি আমরা ভারত থেকে দারুণ ফুটবলার তুলে আনতে পারি, লক্ষ লক্ষ বাচ্চাকে কিন্তু তারাই অনুপ্রেরণা যোগাবে। এর জন্য কিন্তু জাতীয় টিমের পারফরম্যান্স বিচার করলে চলবে না। তার থেকে অনেক বেশি নজর দিতে হবে যুব উন্নয়নে।’ এতেই শেষ নয়, ধৈর্য রাখতে হবে, বলছেন অনুজ। তিনি বলেছেন, ‘আমাদের আরও সময় দরকার। ভারতকে পরবর্তী পর্যায়ে তুলে নিয়ে যেতে হলে দরকার ধৈর্য। আশা করি আমরা খুব শিগগিরই প্রথম পেশাদার প্লেয়ার তৈরি করতে পারব, যে স্টুটগার্টের হয়ে খেলবে ভবিষ্যতে।’
“In a nutshell, I believe we need to produce one player who plays at the top level in Europe,” says Anuj Gupta, Co-Founder, Sudeva Delhi FC #News9GlobalSummit #News9GlobalSummitGermany #TV9Network #IndiaGermany @bhardwajmeha pic.twitter.com/bHHwhoa7NV
— News9 (@News9Tweets) November 22, 2024
ভিএফবি স্টুটগার্টের চিফ মার্কেটিং ও সেলস অফিসার রুভেন ক্যাসপারকে জিজ্ঞেস করা হয়, কী ভাবে ভারত বিশ্বের প্রথম সারির ফুটবল খেলিয়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে? রুভেন জবাব দিয়েছেন, ‘ভারতের দরকার দুটো জিনিস। প্রথমত, বিশ্বাস রাখতে হবে, প্রথম সারিতে উঠে আসা যায়। দ্বিতীয়ত, আর এই প্রকল্পের জন্য দরকার একঝাঁক ভালো মানুষ।’ রুভেনের যুক্তি, ‘ঠিক পথে এগোনোর জন্য দরকার সঠিক মানুষ। এই রকম মানুষরা এক মঞ্চে এসে দাঁড়ালে কিন্তু এই ভাবনাটা প্রবল ভাবে বাস্তবের মাটিতে পা রাখবে।’
“India need two things to become footballing nation – believe that they can develop football and they need good people,” says Rouven Kasper, Chief Marketing & Sales Officer, VfB Stuttgart#News9GlobalSummit #News9GlobalSummitGermany #TV9Network #IndiaGermany @bhardwajmeha pic.twitter.com/wg6WnrrvnQ
— News9 (@News9Tweets) November 22, 2024