
কলকাতা: ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান্ড কাপ। এ বার হবে ১৩২তম সংস্করণ। অগস্টের ৩ তারিখ শুরু হবে এ বারের ডুরান্ড কাপ। ফাইনাল ৩ সেপ্টেম্বর। ডুরান্ড কাপের ম্যাচগুলি হবে কলকাতা, গুয়াহাটি, কোকরাঝাড়ে। ২৪টি দল খেলবে ডুরান্ড কাপে। গত বারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসির গ্রুপে রয়েছে কেরালা ব্লাস্টার্স এবং ২০১৯-র চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি। ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ডুরান্ড কাপের ২৪টি দলকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ, বি, সি গ্রুপের খেলাগুলি হবে কলকাতায়। ৩ সেপ্টেম্বর যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ডের ফাইনাল ম্যাচ হবে। গ্রুপ ডি এবং ই-এর ম্যাচগুলির বেশিরভাগই হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে। ছ’টি গ্রুপের শীর্ষ দল এবং দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।
গ্রুপ বিন্যাস দেখে নেওয়া যাক