Arsene Wenger: ভারতে আসছেন আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার

Indian Football NEWS: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব শাজী প্রভাকরণ সিডনিতে আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে এ দিনই দেখা করেন।

Arsene Wenger: ভারতে আসছেন আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার
Image Credit source: AIFF

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 19, 2023 | 6:21 PM

পরিকল্পনা ছিলই। তবে দিনক্ষণ ঠিক ছিল না। ভারতে আসছেন আর্সেনালের কিংবদন্তি প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি। ফিফা গ্লোবাল ডেভেলোপমেন্ট কমিটির প্রধান। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসবেন আর্সেন ওয়েঙ্গার এবং ফিফার শীর্ষ সারির বেশ কয়েকজন কর্তা। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যৌথ ভাবে তৈরি হবে একটি অ্যাকাডেমি। তারই রূপরেখা নিশ্চিত করতে আর্সেন ওয়েঙ্গারের ভারত সফর। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং সচিব শাজী প্রভাকরণ সিডনিতে আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে এ দিনই দেখা করেন। সেখানে ছিলেন ফিফার টেকনিকাল ডিরেক্টর স্টিভেন মার্টেন্স, হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান উলফ স্কট। অনূর্ধ্ব ১৩ ছেলে ও মেয়েদের জন্য ভারতে একটি অ্যাকাডেমি গড়া হবে। অ্যাকাডেমির নাম পরে ঠিক হবে।

আর্সেন ওয়েঙ্গারদের সঙ্গে মিটিংয়ের পর সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই, ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে একটি কেন্দ্রীয় অ্যাকাডেমি হবে। পুরো বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন আর্সেন ওয়েঙ্গার। তাঁর অভিজ্ঞতাকে পাথেয় করে ভারতে পরবর্তী প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রে এটি বড় পদক্ষেপ।’

সেপ্টেম্বরে একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা করবেন আর্সেন ওয়েঙ্গার। এরপর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে তিনি ভারতে আসবেন। প্রস্তাবিত এই অ্যাকাডেমি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব শাজী প্রভাকরণ বলেন, ‘আর্সেন ওয়েঙ্গারকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছি। ভারতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রোজেক্ট। ভারতীয় ফুটবলের উন্নতিতে এটা যে বড় ভূমিকা নেবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’