Igor Stimac, Club vs Country: ক্লাব বনাম দেশ! জাতীয় কোচ স্টিমাচের বিস্ফোরণ

Indian Football NEWS: জাতীয় দলে রয়েছেন দুই প্রধানের ফুটবলাররাও। ডুরান্ডে খেলেছেন নাওরেম মহেশ। ইস্টবেঙ্গল এখনও এই তরুণ ফুটবলারকে ছাড়েনি। সামনে এশিয়ান গেমসও রয়েছে। প্লেয়ারদের দ্রুত না পেলে, স্টিমাচের সমস্যা বাড়বে, ক্ষোভও।

Igor Stimac, Club vs Country: ক্লাব বনাম দেশ! জাতীয় কোচ স্টিমাচের বিস্ফোরণ
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2023 | 12:05 AM

নয়াদিল্লি: সেই চিরন্তন যুদ্ধের দামামা আরও একবার বেজে গেল। ক্লাব বনাম দেশ (Club vs Country) তত্ত্বে ফের জ্বলে উঠল আগুন। আর কয়েক দিন পরেই এশিয়ান গেমসে নামবে ভারতীয় টিম। তার আগে কিংস কাপে খেলবেন ভারতীয় ফুটবলাররা। দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামার আগে বেশ চাপে জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। জাতীয় শিবিরের জন্য ২৮ জন ফুটবলারকে ডেকেছিলেন স্টিমাচ। কিন্তু ১২জন ফুটবলারের বেশি হাতে পাননি তিনি। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ক্লাব বনাম দেশ নতুন নয়। আই লিগ যখন চলত, তখনও জাতীয় শিবিরে ফুটবলার ছাড়তে রাজি হত না ক্লাবগুলো। আইএসএলের যুগেও সেই পুরনো ছবিই থেকে গিয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন স্টিমাচ। কিন্তু তার উত্তর কি ক্লাব কর্তারা দেবেন? TV9Bangla Sportsএ বিস্তারিত।

ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি, জামশেদপুর এফসি, ওডিশা এফসির মতো আইএসএল টিমগুলো জাতীয় শিবিরের জন্য প্লেয়ার ছাড়েনি। এমনকি, পঞ্জাব এফসিও ক্যাম্পের জন্য পাঠায়নি ফুটবলার। মহাবিরক্ত স্টিমাচ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি এই দেশে এসেছি সাহায্য করার জন্য। কিন্তু এমনটা হতে পারে, আমি ভাবিওনি। আমার সাহায্য লাগলে সত্যিটা বলতেই হবে। সেটা জেনে আমাকে সাহায্য করতে হবে, যাতে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তা যদি না হয়, তা হলে আমাকে বলে দেওয়া উচিত, আমি যাই চাই না, বদলাতে পারব না কিছুই। তার থেকে আমাকে বলে দিক, কোচ দয়া করে বাড়ি চলে যাও। আমি খুশি-খুশি বাড়ি চলে যাব।’

ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন স্টিমাচ। তাঁর কথায়, ‘ভারতে প্রতিভার অভাব নেই। সেই তারাই যাতে ভারতীয় টিম যথেষ্ট সময় পায়, সেই মতো ক্যালেন্ডার বানানো যাচ্ছে না? নাকি অন্য কোনও কারণ আছে? সমস্যাটা দেখিয়ে দেওয়া কিংবা তুলে ধরা, কোনওটাতেই আমার কোনও সমস্যা নেই। যারা আমাকে ভুল প্রমাণ করতে চায়, তারা সবার সামনে তর্ক আসুক।’

জাতীয় দলে রয়েছেন দুই প্রধানের ফুটবলাররাও। ডুরান্ডে খেলেছেন নাওরেম মহেশ। ইস্টবেঙ্গল এখনও এই তরুণ ফুটবলারকে ছাড়েনি। সামনে এশিয়ান গেমসও রয়েছে। প্লেয়ারদের দ্রুত না পেলে, স্টিমাচের সমস্যা বাড়বে, ক্ষোভও।